ঢাকা     মঙ্গলবার   ০৩ ডিসেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ১৮ ১৪৩১

সাইফ হাসানের নেতৃত্বে এশিয়ান গেমসের শক্তিশালী দল

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৪০, ২৮ সেপ্টেম্বর ২০২৩   আপডেট: ১৯:৪৩, ২৮ সেপ্টেম্বর ২০২৩
সাইফ হাসানের নেতৃত্বে এশিয়ান গেমসের শক্তিশালী দল

৮ বছর পর এশিয়ান গেমসে ফিরেছে ক্রিকেটে। ১৪ দল অংশ নিচ্ছে এই প্রতিযোগিতায়। ভারত, বাংলাদেশ, পাকিস্তান ও শ্রীলঙ্কা এবারের গেমসে অংশ নিচ্ছে। এই চারটি দল সরাসরি কোয়ার্টার ফাইনাল খেলবে। এছাড়া আফগানিস্তানও যোগ দিচ্ছে নক আউট পর্বে। বাকি নয়টি দল প্রথম পর্ব পেরিয়ে যাচ্ছে নক আউট পর্বে। 

এবার সাইফ হাসানের নেতৃত্বে এশিয়ান গেমসে যাচ্ছে বাংলাদেশ। ১৫ সদস্যের এই দলে আছেন জাতীয় দলে খেলা বেশ কয়েকজন ক্রিকেটার। স্বর্ণের খোঁজে শক্তিশালী দল বাছাই করেছেন নির্বাচকরা। 

গেমসে অংশ নিতে চীনের হ্যাংজুতে রওনা হয়েছে বাংলাদেশের প্রতিনিধিরা। আজ সকালে মিরপুরে হয়েছে তাদের অফিসিয়াল ফটোশুট। আসরে ৪ অক্টোবর দুপুর ২ টায় বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচ খেলবে। প্রতিপক্ষ নির্ধারিত হবে ড্রয়ের মাধ্যমে। 

আরো পড়ুন:

এশিয়ান গেমসের জন্য বাংলাদেশ দল:
পারভেজ হোসেন ইমন, ইয়াসির আলী, সাইফ হাসান (অধিনায়ক), জাকির হাসান, শাহাদাত হোসেন দিপু, মাহমুদুল হাসান জয়, রাকিবুল হাসান, মৃত্যুঞ্জয় চৌধুরী, সুমন খান, জাকের আলী, নাহিদ রানা, রিপন মন্ডল, হাসান মুরাদ, আফিফ হোসেন ধ্রুব এবং রিশাদ হোসেন।

ঢাকা/ইয়াসিন/বিজয়

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়