ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সাকিবের সিদ্ধান্তের সমালোচনায় ডোনাল্ড

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:০৬, ৯ নভেম্বর ২০২৩   আপডেট: ১৩:৩৯, ৯ নভেম্বর ২০২৩
সাকিবের সিদ্ধান্তের সমালোচনায় ডোনাল্ড

চলমান বিশ্বকাপে শ্রীলঙ্কার অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথুজকে ‘টাইমড আউট’ করেছিলেন বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান। ব্যাপারটা মোটেই পছন্দ হয়নি বাংলাদেশের বোলিং কোচ অ্যালান ডোনাল্ডের। এই ব্যাপারে প্রকাশ্য সমালোচনা করেছিলেন তিনি। ব্যাপারটা বাংলাদেশের ক্রিকেটের সঙ্গে যায় না বলে মন্তব্য করেছিলেন এই দক্ষিণ আফ্রিকান।

টাইমড আউট নিয়ে ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ‘ক্রিকব্লগ ডটনেট’-কে নিজের মতামত জানিয়েছিলেন ডোনাল্ড। তিনি বলেছিলেন, ‘(ক্রিকেট মাঠে) আমি এমন কিছু দেখতে চাই না। আমার মন বলছিল মাঠে ঢুকে বলি, যা হয়েছে যথেষ্ট হয়েছে, আমরা এর পক্ষে না। আমরা এমন দল না যে এর পক্ষ নেব। আমি শুধু সেখানে গিয়ে বলতে চাচ্ছিলাম, যথেষ্ট হয়েছে আর না।’

আরো পড়ুন:

‘টাইমড আউট’ ব্যাপারটা ক্রিকেটের চেতনার বাইরে বলেও মনে করেন ডোনাল্ড। এ বিষয়ে তিনি আরও বলেন, ‘আপনি এই খেলার প্রতি সম্মান ও মর্যাদার কথা বলুন। ক্রিকেটের চেতনার কথা বলুন। কিন্তু আমি এমন জিনিস দেখতে চাই না। আমার কথা হচ্ছে, এটা হতে পারে না। এটা একেবারেই হতে পারে না।’

চলতি আসরে ইতোমধ্যেই শেষ হয়েছে বাংলাদেশের সেমিফাইনালের আশা। বাকি কেবল চ্যাম্পিয়নস লিগের সম্ভাবনা। তাও সমীকরণের হিসেবে। ৮ ম্যাচ খেলে মাত্র ২টিতে জয় পেয়েছে বাংলাদেশ। ফলে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি খেলতে হলে শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে জিততেই হবে বাংলাদেশকে।

ঢাকা/বিজয়

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়