টি-টোয়েন্টি বিশ্বকাপে রোহিতকে অধিনায়ক চান গম্ভীর
চলতি বিশ্বকাপে রোহিত শর্মার নেতৃত্বে দারুণ পারফর্ম করেছে ভারত। যদিও ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে স্বপ্ন ভঙ্গ হয় তাদের। ফাইনালের পর অনেক ভারতীয় গণমাধ্যমেই গুঞ্জন, আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে আর খেলবেন না রোহিত। তবে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে রোহিতকে অধিনায়ক হিসেবেই চান সাবেক ভারতীয় ওপেনার গৌতম গম্ভীর।
টি-টোয়েন্টি বিশ্বকাপের গেল আসরের পর থেকেই এই ফরম্যাটে দেশের হয়ে আর খেলেননি রোহিত। আগামী বছর অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপে রোহিতের বয়স হবে ৩৭। তবে রোহিতের ব্যাট যেভাবে কথা বলছে, তাতে আরেকবার তাকে দিয়েই ভারতের ইনিংস ওপেন করানোর পক্ষে গম্ভীর। সেই সঙ্গে বিরাট কোহলিকেও চান তিনি।
ভারতীয় সংবাদমাধ্যম স্পোর্টসকিডাকে গম্ভীর বলেন, ‘তাদের (রোহিত ও কোহলি) দুজনকেই দলে নেয়া উচিত। বিশেষ করে টি-টোয়েন্টি বিশ্বকাপে আমি রোহিত শর্মাকে অধিনায়ক হিসেবে দেখতে চাই। রোহিতকে নেওয়া উচিত। বিরাট এমনিতেই জায়গা পাবে। রোহিত যদি বিশ্বকাপ খেলতে চায়, তাকে অধিনায়ক হিসেবেই নেয়া উচিত।’
বর্তমানে বিশ ওভারের ক্রিকেটে ভারতকে নেতৃত্ব দিচ্ছেন হার্দিক পান্ডিয়া। রোহিত এই ফরম্যাটের দায়িত্ব ছাড়ার পর থেকেই সেই ভার হার্দিকের কাঁধে চাপিয়েছে ভারতীয় বোর্ড। শোনা যাচ্ছে, তাকেই স্থায়ীভাবে অধিনায়ক হিসেবে রেখে দিতে পারে বোর্ড। প্রধান নির্বাচক অজিত আগারকারও নাকি তরুণদের নিয়ে দল সাজাতেই আগ্রহী।
তবে আগারকারের সঙ্গে একমত নন গম্ভীর। তিনি আরও বলেন, ‘হার্দিক টি-টোয়েন্টিতে দারুণ অধিনায়কত্ব করেছে। কিন্তু আমি এখনও বিশ্বকাপে রোহিতকে অধিনায়ক হিসেবে দেখতে চাই। শুধু ব্যাটার হিসেবে নিও না। রোহিত দুর্দান্ত একজন অধিনায়ক। ওয়ানডে বিশ্বকাপে সেটা প্রমান করেছে।’
ঢাকা/বিজয়