ঢাকা     মঙ্গলবার   ০৭ মে ২০২৪ ||  বৈশাখ ২৪ ১৪৩১

দিল্লিতে মার্শের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:০৭, ২৪ নভেম্বর ২০২৩  
দিল্লিতে মার্শের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের

বিশ্বকাপ জেতার পর ড্রেসিং রুমে ট্রফির ওপর পা তুলে ছবি তুলেছিলেন শন মার্শ। সেটা সামাজিক যোগাযোগ মাধ্যমেও দিয়েছিলেন। এরপর তার বেশ সমালোচনা হয়। কপিল দেবের ১৯৮৩ বিশ্বকাপের ছবি দিয়ে বলা হয়- ‘কেউ বিশ্বকাপ রাখে মাথায়, কেউ রাখে পায়ের তলায়।’

ওই ঘটনায় ভারতীয়তের মর্যাদাহানী করায় থানায় অভিযোগ দায়ের করেছেন এক ক্রিকেটপ্রেমী। নাম তার পণ্ডিত কেশব। তিনি একজন আরটিআই অ্যাক্টিভিস্ট। দিল্লি গেট থানায় এ বিষয়ে তিনি লিখিত অভিযোগ দায়ের করেছেন। তার মতে, ওই ক্রিকেটার বিশ্বকাপ ট্রফি পায়ের নীচে রেখে এবং সেটা সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে ভারতীয়দের আবেগে আঘাত করেছেন।

বিশ্বকাপের ট্রফির অপমান মানে ১৪০ কোটি ভারতীয়র মর্যাদার অপমান। অভিযোগকারী তার অভিযোগপত্রটির কপি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুরের অফিসেও পাঠিয়েছেন। যাতে মিচেল মার্শকে ভারতে এবং অন্য কোথাও ভারতের বিরুদ্ধে খেলার জন্য আর কোনোদিন অনুমতি না দেওয়া হয়।

১৯ নভেম্বর আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে ভারতকে হারিয়ে রেকর্ড ষষ্ঠ ওয়ানডে বিশ্বকাপের শিরোপা জিতে নেয় অস্ট্রেলিয়া।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়