ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

রোনালদোর গোলহীন রাতে আল নাসরের হার

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩০, ২ ডিসেম্বর ২০২৩   আপডেট: ১২:৪৭, ২ ডিসেম্বর ২০২৩
রোনালদোর গোলহীন রাতে আল নাসরের হার

সৌদি প্রো লিগের ম্যাচে জ্বলে উঠতে পারলেন না ক্রিস্টিয়ানো রোনালদো, জিততে পারলো না তার দল আল নাসরও। শুক্রবার (১ ডিসেম্বর) দিবাগত রাতে অনুষ্ঠিত হওয়া ম্যাচে আল নাসরকে ৩-০ গোলের ব্যবধানে হারিয়েছে হিলাল। দলের পক্ষে জোড়া গোল করেন আলেক্সান্ডার মিত্রোভিচ ও ১টি গোল করেন সের্গেজ মিলিনকোভিক-সাভিক।

ম্যাচে প্রথমার্ধে হাড্ডাহাড্ডি লড়াই হলেও কেউ গোলের দেখা পায়নি। তবে দ্বিতীয়ার্ধে আল নাসরের উপর দিয়ে ঝড় বইয়ে দেয় আল হিলাল। ম্যাচের ৬৪ মিনিটে প্রথম গোলের দেখা পায় হিলাল। এর কিছুক্ষণ পরেই রোনালদো সমতাসূচক গোল করলেও অফসাইডের কারণে সেটি বাতিল হয়ে যায়।

আরো পড়ুন:

শেষের দিকে আল নাসরের উপর আরও চড়াও হয় হিলাল। তাতে ৮৯ মিনিটে দ্বিতীয় গোলটি আদায় করে নেয় নেইমার জুনিয়রের দল। দুই মিনিট পর যোগ করা সময়ে আবারও গোল করে ব্যবধান ৩-০ করেন মিত্রোভিচ। শেষ পর্যন্ত এই ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে আল হিলাল।
 
এই জয়ের পরে পয়েন্ট তালিকার শীর্ষস্থান আরও মজবুত করলো আল হিলাল। এই মুহূর্তে ১৫ জয় ২ ড্র নিয়ে দলটির পয়েন্ট ৪১। আর সমান ম্যাচ খেলে ১১ জয় ১ ড্র ও ১ হারে ৭ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে আল-নাসর।

ঢাকা/বিজয়

সর্বশেষ

পাঠকপ্রিয়