ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

‘বিশ্বকাপে হারের পর স্বাভাবিক জীবনে ফিরে আসা কঠিন’

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৫৩, ১৪ ডিসেম্বর ২০২৩   আপডেট: ০৯:৫৭, ১৪ ডিসেম্বর ২০২৩
‘বিশ্বকাপে হারের পর স্বাভাবিক জীবনে ফিরে আসা কঠিন’

একটি জয়, একটি শিরোপা। ওয়ানডে বিশ্বকাপে দোর্দন্ড প্রতাপ দেখানো ভারত শিরোপা জিতবে এমনটা ভেবেই নেওয়া হয়েছিল। যেভাবে তারা উড়ছিল তাদের পক্ষে বাজি ধরার লোকের অভাব ছিল না। প্রথম পর্বে নয় ম্যাচে নয় জয়ের পর সেমি-ফাইনালেও নিউ জিল্যান্ডকে তারা উড়িয়ে দেয়।

কিন্তু শেষ হাসিটা হাসতে পারেনি। অস্ট্রেলিয়া ফাইনালে তুমুল পেশাদারিত্ব দেখিয়ে দুর্দান্ত ক্রিকেট খেলে জিতে নেয় শিরোপা। আহমেদাবাদে ১৯ নভেম্বর অনুষ্ঠিত ফাইনাল হারের পর চোখের জলে মাঠ ছেড়েছিলেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। এরপর ক্রিকেটের কিছুর সঙ্গেই যুক্ত ছিলেন না তিনি। ঘরের মাঠে অস্ট্রেলিয়া সিরিজ, দেশের বাইরে দক্ষিণ আফ্রিকা সিরিজে নেই তিনি। সময় কাটাচ্ছেন পরিবারের সঙ্গে।

আরো পড়ুন:

ভারতীয়দের হৃদয়ভঙ্গের ২৪ দিন পেরিয়ে গেছে। লম্বা সময় পর রোহিত এলেন সবার সামনে। আইপিএল ফ্র্যাঞ্চাইজি মুম্বাই ইন্ডিয়ান্সের সামাজিক যোগাযোগ মাধ্যমে রোহিত শর্মার ৪ মিনিটের একটি ভিডিও পোস্ট করা হয়েছে। ভিডিওতে বিশ্বকাপের ফাইনাল হার নিয়ে কথা বলেছেন ভারতের অধিনায়ক।

‘বিশ্বকাপের পর প্রথমবার সরাসরি হৃদয় থেকে’ লেখা ক্যাপশনের ভিডিও বার্তায় রোহিত বলেছেন, ‘কীভাবে এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে হয়, সে ব্যাপারে আমার কোনো ধারণা ছিল না। প্রথম কয়েক দিন কী করব, বুঝে উঠতে পারছিলাম না। পরিবার ও বন্ধুবান্ধব সে সময় আমার চারপাশের সবকিছু হালকা রাখার চেষ্টা করেছিল, যা বেশ সহায়ক ছিল। ওই হার হজম করা সহজ ছিল না। কিন্তু জীবন তো থেমে থাকে না। এভাবেই এগিয়ে যায়। তাই সবকিছু ফেলে রেখে এগিয়ে যেতে হয়। তবে সত্যি বলতে, এটা কঠিন ছিল।’

সমর্থকদের উদ্দেশ্যে রোহিতের বার্তা, ‘বিশ্বকাপ চলাকালীন এই যাত্রায় সবাই আমাদের সমর্থন করেছেন। প্রথমত, স্টেডিয়ামে ম্যাচ দেখতে আসা সব মানুষ এবং বাড়ি থেকে যারা খেলা দেখেছিলেন তাদের প্রত্যেকের কাছ থেকে পূর্ণ সমর্থন পেয়েছিলাম। সেই দেড় মাসের মধ্যে মানুষ আমাদের জন্য যা করেছে তা প্রশংসনীয়। কিন্তু তারপরে আবার, যদি আমি এটি সম্পর্কে আরও বেশি করে ভাবি তবে আমি বেশ হতাশ বোধ করি যে আমরা তাদের স্বপ্নটাকে পূরণ করতে পারিনি।’

রোহিত আরো বলেছেন, ‘ক্রিকেটারদের উপর কী ধরনের চাপ থাকে সেটা সমর্থকদেরও বুঝতে হয়। আমরা খুবই ভাগ্যবান যে, এমন হারের পরেও সমর্থকেরা রাগ, ক্ষোভ কোনও কিছুই দেখাননি। বরং ভালবাসা জানিয়েছেন। খুব ভাল লেগেছে এটা দেখে। আমরা আবার নতুন ভাবে শুরু করব। আবার পুরস্কার জয়ের জন্য ঝাঁপাব।’

কিছু প্রশ্নের উত্তর এখনও রোহিত খুঁজে বেড়াচ্ছেন, ‘মাঝে মাঝে আমি ভেবেছি যে আমাদের দিক থেকে যা কিছু করা সম্ভব ছিল তা করেছি। যদি কেউ আমাকে জিজ্ঞাসা করে, কোথায় ভুল হয়েছে? কারণ আমরা ১০টা ম্যাচ জিতেছি আর সেই ১০ ম্যাচেও কিছু না কিছু ভুল করেছি। কিন্তু সেরকম ভুল প্রতিটি ম্যাচেই ঘটে। আপনি একেবারে নিখুঁত ম্যাচ খেলতে পারবেন না। আপনি হয়তো প্রায় নিখুঁত ম্যাচ খেলতে পারেন কিন্তু কখনোই একদম নিখুঁত ম্যাচ নয়।'

রোহিত যোগ করেন, 'আমরা সেই বিশ্বকাপের জন্যই এত বছর ধরে কাজ করেছি এবং এটা (জিততে না পারা) হতাশাজনক, তাই না? আপনি যদি সফল না হন এবং যা চান সেটা না পান যেটা আপনি এতদিন ধরে খুঁজছিলেন এবং যেটার স্বপ্ন দেখছিলেন, তখন মনঃক্ষুণ্ণ হন এবং হতাশও হন।'

হতাশ হলেও পুরো দলের পারফরম্যান্সে গর্ববোধ করেন তিনি, 'মুদ্রার অন্য পিঠটা দেখলে, আমি আসলেই এই দলটাকে নিয়ে গর্বিত। কারণ আমরা যেভাবে খেলেছি সেটা অসাধারণ। আপনি প্রতিটা বিশ্বকাপে এরকম পারফর্ম করতে পারবেন না।'

ঢাকা/ইয়াসিন

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়