ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সৌম্য যেভাবে খেলেছে, অবিশ্বাস্য- বলছেন রাচীন রবীন্দ্র

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:২৬, ২১ ডিসেম্বর ২০২৩   আপডেট: ১৮:০৩, ২১ ডিসেম্বর ২০২৩
সৌম্য যেভাবে খেলেছে, অবিশ্বাস্য- বলছেন রাচীন রবীন্দ্র

নিউ জিল্যান্ডের বিপক্ষে দুই ওয়ানডেতে এক সৌম্য সরকারের সেঞ্চুরি ছাড়া বাংলাদেশের বলার মতো কোনো পারফরম্যান্স বলতে গেলে নেই। সেই সৌম্যর ১৬৯ রানের ইনিংসকে অবিশ্বাস্য বলছেন কিউই অলরাউন্ডার রাচীন রবীন্দ্র।

প্রথম দুই ওয়ানডেতে হেরে ইতোমধ্যে বাংলাদেশ সিরিজ হেরে গিয়েছে। শেষ ম্যাচটি নাজমুল হোসেন শান্তর দলের জন্য এখন হোয়াইটওয়াশ এড়ানোর লড়াই। দুটি ম্যাচেই কিউইরা দাপুটে জয় পেয়েছে।

আরো পড়ুন:

রাচীন বলেন, ‘দুটি ম্যাচেই বাংলাদেশ ভালো খেলেছে। কখনও কখনও তারাই নিয়ন্ত্রণে ছিল। সৌম্য সেদিন যেভাবে খেলেছে, অবিশ্বাস্য। প্রথম ম্যাচে তো শূন্যরানে দুই ব্যাটার সাজঘরে। তারা আমাদের প্রতিনিয়ত চাপে রাখছে। তাদের দিনে তারা ভালো দল।’

প্রথম ম্যাচে বাংলাদেশ বৃষ্টি আইনে হারে ৪৪ রানে। দ্বিতীয় ম্যাচে সৌম্যর সেঞ্চুরিতে ভর করে ২৯১ রান করে বাংলাদেশ। তাড়া করতে নেমে কিউইরা ৭ উইকেটে জয় নিয়ে মাঠ ছাড়ে। সৌম্য ছাড়া বাকি ব্যাটারদের ব্যর্থতা ও বোলারদের নির্বিষ বোলিংয়ে হারতে হয় সিরিজ।

সৌম্য ১৫১ বলে ১৬৯ রান করেন। এটি তার ক্যারিয়ার সেরা ইনিংস। চতুর্থ বাংলাদেশি হিসেবে কিউইদের মাটিতে শতক হাঁকান সৌম্য। বাংলাদেশিদের মধ্যে এটি দ্বিতীয় সর্বোচ্চ ইনিংস। এ ছাড়া কিউইদের মাটিতে শচীন টেন্ডুলকারের রেকর্ড ভেঙে দেন।

এবারের আইপিএল নিলামে রাচীনকে ১.৮০ কোটি রুপিতে কিনে নিয়েছে চেন্নাই সুপার কিংস। চেন্নাইয়ে খেলার সুযোগ পেয়ে দারুন উচ্ছ্বসিত রাচীন। একই দলে খেলবেন সতীর্থ ড্যারিল মিচেল।

রাচীন বলেন, ‘ভারতে মাত্র খেললাম, কন্ডিশন সম্পর্কে জানি। ধোনি, জাদেজার মতো খেলোয়াড় এই দলে আছে। মাইক হাসি ব্যাটিং কোচ। দারুণ একটা ভ্রমণ হতে যাচ্ছে।’

রিয়াদ/আমিনুল

সর্বশেষ

পাঠকপ্রিয়