ঢাকা     শুক্রবার   ২০ সেপ্টেম্বর ২০২৪ ||  আশ্বিন ৫ ১৪৩১

ইংল্যান্ডের বিপক্ষে পরের তিন টেস্টে নেই কোহলি

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:০৬, ১০ ফেব্রুয়ারি ২০২৪   আপডেট: ১৪:৩৮, ১০ ফেব্রুয়ারি ২০২৪
ইংল্যান্ডের বিপক্ষে পরের তিন টেস্টে নেই কোহলি

প্রথমে শোনা গিয়েছিল, তৃতীয় ও চতুর্থ টেস্ট না খেললেও ইংল্যান্ডের বিপক্ষে শেষ টেস্টে খেলবেন বিরাট কোহলি। কিন্তু এবার জানা গেল, শেষ টেস্ট থেকেও সরে দাঁড়িয়েছেন ভারতের এই সিনিয়র ক্রিকেটার। ফলে ইংল্যান্ডের বিপক্ষে পরের তিন টেস্টর দলেই থাকছেন না সময়ের অন্যতম সেরা এই ব্যাটসম্যান।

আজ শনিবার (৭০ ফেব্রুয়ারি) পরের তিন টেস্টের জন্য দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। তাতে নেই কোহলির নাম। সেই সঙ্গে নিজেদের ওয়েবসাইটে প্রকাশিত স্কোয়াডের নিচে কোহলির না থাকার কারণও নোট করে দিয়েছে তারা। 

নোটে উল্লেখিত বিষয় থেকে জানা যায়, ব্যক্তিগত কারণেই পরের তিন টেস্টে থাকছেন না কোহলি। নোটে বলা হয়, ‘ব্যক্তিগত কারণে সিরিজের বাকি সময়ে পাওয়া যাবে না বিরাট কোহলিকে। বোর্ড কোহলির সিদ্ধান্তকে সম্মানের সঙ্গে পূর্ণ সমর্থন জানাচ্ছে।’

এদিকে প্রকাশিত ওয়েবসাইটে আরও একটি নোট রাখা হয়েছে। তাতে বলা হয়েছে রবীন্দ্র জাদেজা এবং লোকেশ রাহুলকে নিয়ে। সেখানে লেখা হয়েছে, ‘ফিটনেস নিয়ে বিসিসিআইয়ের মেডিকেল দলের ছাড়পত্র দেওয়ার ওপর রবীন্দ্র জাদেজা ও লোকেশ রাহুলের খেলা নির্ভর করছে।’ 

এই দুই ক্রিকেটারকেই বাকি তিন টেস্টের স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয়েছে। এই তিন টেস্টের স্কোয়াডে কোহলির না থাকার ব্যাপারটি অনেকটা প্রত্যাশিত হলেও বড় খবর। ক্যারিয়ারে এই প্রথম ঘরের মাঠে কোনো টেস্ট সিরিজে খেলতে দেখা যাবে না কোহলিকে।

এর আগে গত ২২ জানুয়ারি প্রথম টেস্ট শুরুর তিন দিন আগে ব্যক্তিগত কারণে প্রথম দুই টেস্ট থেকে কোহলির সরে যাওয়ার কথা জানায় বিসিসিআই। দলের সঙ্গে যোগ দিতে সেদিন সকালে হায়দরাবাদে পৌঁছালেও আবার ফিরে যান কোহলি। বিসিসিআই তখন বলেছিল, অধিনায়ক রোহিত শর্মা, টিম ম্যানেজমেন্ট ও নির্বাচকদের সঙ্গে কথা বলেই এ সিদ্ধান্ত নিয়েছেন কোহলি। 

আগামী ১৫ ফেব্রুয়ারি রাজকোটে শুরু হবে সিরিজের তৃতীয় টেস্ট। রাঁচিতে চতুর্থ টেস্ট শুরু হবে ২৩ ফেব্রুয়ারি এবং ধর্মশালায় সিরিজের পঞ্চম ও শেষ টেস্টটি আগামী ৭ মার্চ শুরু হবে। সিরিজে প্রথম ম্যাচ ইংল্যান্ড জিতলেও পরের ম্যাচ জিতে ১-১ ব্যবধানে সমতায় এনেছে ভারত।

ভারতের টেস্ট স্কোয়াড: রোহিত শর্মা (অধিনায়ক), যশপ্রীত বুমরা, যশস্বী জয়সোয়াল, শুবমান গিল, লোকেশ রাহুল, রজত পাতিদার, সরফরাজ খান, ধ্রুব জুরেল, কে এস ভরত, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, মোহাম্মদ সিরাজ, মুকেশ কুমার ও আকাশ দীপ।

ঢাকা/বিজয়

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়