ঢাকা     বৃহস্পতিবার   ০৫ ডিসেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ২১ ১৪৩১

‘তামিম কী কখনো সাকিবের বলে ছয় মারেনি’ -মুশফিকের প্রশ্ন

ক্রীড়া প্রতিবেদক, চট্টগ্রাম থেকে || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৪১, ২০ ফেব্রুয়ারি ২০২৪  
‘তামিম কী কখনো সাকিবের বলে ছয় মারেনি’ -মুশফিকের প্রশ্ন

সংবাদ সম্মেলনে আসছেন মুশফিকুর রহিম! এ যেন এক বিরল দৃশ্য। দীর্ঘদিন এই অভিজ্ঞ ক্রিকেটার ছিলেন সংবাদ সম্মেলন বিমুখ। তাইতো প্রথম প্রশ্নই ছিল, এর আগে কখন আসছিলেন? মুশফিকের উত্তর, ‘আমি? অনেক দিন? (শেষ শ্রীলঙ্কার সাথে) কী জানি ভাই। ভুইলা গেসি। যাইহোক অন্যরা আসে, সবাই ঘুরে ফিরে আসে।’

কেন আসেন না মুশফিক? কোনো অভিমান? এমন প্রশ্নে মুশফিক জানান, ‘খেলা নিয়ে কথা বলি।’

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) গতকাল ফরচুন বরিশালের বিপক্ষে শ্বাসরুদ্ধকর লড়াই শেষে জেতে রংপুর রাইডার্স। চট্টগ্রামে এই ম্যাচ রংপুর-বরিশাল লড়াই ছাপিয়ে যেন সাকিব-তামিমের লড়াই হয়ে দাঁড়ায়।

আরো পড়ুন:

অবস্থা এমন পর্যায়ে যায়, মাঠের উদযাপন নিয়েও সংবাদ সম্মেলনে প্রশ্নের মুখোমুখি হতে হয় মুশফিককে। মেহেদি হাসান মিরাজকে উড়িয়ে মারতে গিয়ে সাকিব আল হাসান ধরা পড়েন বদলি ফিল্ডার প্রীতম হাসানের হাতে। তখনই অধিনায়ক তামিম ইকবাল সাকিবের আউটের উদযাপন করেন। এর আগে বোলিংয়ে এসেই প্রথম বলে দারুণ শুরু করা তামিমকে সাজঘরে পাঠিয়েছিলেন সাকিব। বরিশালের ওপেনারকে আউটকে করে সাকিবও উদযাপন করেছিলেন। কার উদযাপন মাত্রা ছড়িয়েছে সেই আলোচনায় সয়লাব সামাজিক যোগাযোগমাধ্যম।

যদিও মুশফিক দেখেননি তামিম কি উদযাপন করেছে, ‘(সাকিবের আউটের পর) তামিমের উদযাপন সত্যি কথা আমি দেখিনি। একটা ব্যাটসম্যান আউট হয়েছে, আমি দেখছিলাম ক্যাচটা হয়েছে কিনা। এরপর পরবর্তী ব্যাটসম্যান কে আসবে, পরিকল্পনা কী হবে সেটা নিয়ে ভাবছিলাম। সত্যি কথা আমি (তামিমের উদযাপন) দেখিনি। এখন বললেন, তাহলে গিয়ে হাইলাইটস দেখতে হবে।’

সাকিবের বলে তামিমের আউট নিয়ে প্রশ্ন হতেই মুশফিক পালটা প্রশ্ন করেন, সাকিবের বলে তামিম কি ছয় মারেনি?  ‘এর আগে কি সাকিবের বলে তামিম আউট হয়নি? বা সাকিবের বলে তামিম ছক্কা মারেনি? (হাসি) এটা কিছু না। এটা যদি আপনারা ওভাবে (দুজনের বৈরিতা) দেখেন তাহলে হতে পারে। আর যদি না দেখেন তাহলে ক্রিকেটের একটা নলেজের ব্যাপার।’ 

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে ব্যাটিং করতে নেমে ৯ উইকেটে ১৫১ রান করে ফরচুন বরিশাল। তাড়া করতে নেমে উইকেটের মিছিলে ১ উইকেটে জয় নিয়ে মাঠ ছাড়ে রংপুর। আগেই প্লে-অফ নিশ্চিত করা দলটির পয়েন্ট হলো ১৮! অন্যদিকে প্লে-অফের দৌড়ে থাকা ১১ ম্যাচে ছয় জয়ে বরিশালের পয়েন্ট ১২। তারা আছে টেবিলের তৃতীয় স্থানে।

ম্যাচটিতে কাঁধের পুরোনো চোটের জায়গায় ব্যথা পেয়েছেন আরেক অভিজ্ঞ ব্যাটসম্যান মাহমুদউল্লাহ। ৯ বলে ৯ রান করে আউট হওয়া মাহমুদউল্লাহর চোটের অবস্থা জানতে চাইলে মুশফিক বলেন, ‘রিয়াদ ভাইয়ের চোট যতটুকু আমি জানি, উনি কাঁধে একটু ব্যথা পেয়েছেন। আমাদের ফিজিও আছেন। ৪৮ ঘণ্টার মধ্যে আসলে আপডেটটা বলা যায় না। যেহেতু আমাদের একটা বিরতি আছে। ২৩ তারিখে আরেকটা খেলা আছে। আশা করছি, পরের তিন দিনে তিনি আবার ফিরে আসবেন।’

রিয়াদ/আমিনুল


সর্বশেষ

পাঠকপ্রিয়