ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

দুই ম্যাচ নিষিদ্ধ বেলিংহ্যাম

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:০০, ৬ মার্চ ২০২৪   আপডেট: ২১:০৪, ৬ মার্চ ২০২৪
দুই ম্যাচ নিষিদ্ধ বেলিংহ্যাম

রেফারির সঙ্গে বাদানুবাদ করায় রিয়াল মাদ্রিদের ইংলিশ তারকা জুড বেলিংহ্যামকে তদন্তের মুখোমুখি করেছিল লা লিগা কর্তৃপক্ষ। সেখানে দোষী সাব্যস্ত হওয়ায় এবার তাকে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে স্পেন ফুটবলের সর্বোচ্চ সংস্থা স্প্যানিশ ফুটবল ফেডারেশন। 

স্পেনের সংবাদমাধ্যম ‘মুন্দো দেপোর্তিভো’ জানিয়েছে, রেফারির সঙ্গে বাদানুবাদের সময় প্রকাশের অযোগ্য শব্দ ব্যবহার করায় রিয়াল মাদ্রিদ মিডফিল্ডারকে ২ ম্যাচের নিষেধাজ্ঞা দিয়েছে স্প্যানিশ ফুটবল ফেডারেশন। 

আরো পড়ুন:

জানা গেছে, স্প্যানিশ ফুটবল ফেডারেশন তাদের আচরণবিধির ১২৪ ধারার ওপর ভিত্তি করে বেলিংহ্যামকে শাস্তি দিয়েছে। এই ধারায় বলা হয়েছে, ‘কেউ রেফারিকে অবমাননা বা অবজ্ঞার মনোভাব নিয়ে সম্বোধন করলে অথবা এটি আরও গুরুতর অপরাধ হিসেবে বিবেচিত না হলে দুই থেকে তিন ম্যাচ অথবা সর্বোচ্চ এক মাস নিষিদ্ধ হবে।’ 

এই নিষেধাজ্ঞার ফলে আগামী ১০ মার্চ ঘরের মাঠে সেল্টা ভিগোর বিপক্ষে এবং ১৬ মার্চ ওসাসুনার মাঠে খেলতে পারবেন না বেলিংহ্যাম। অবশ্য দলের সেরা তারকাকে পেতে বেলিংহ্যামের শাস্তি বাতিল চেয়ে শৃঙ্খলা কমিটির কাছে আবেদন করবে বলেও জানা গেছে।

উল্লেখ্য, লা লিগায় গত শনিবার রাতে ভ্যালেন্সিয়ার মাঠে ২–২ গোলে ড্র করে রিয়াল। ম্যাচের যোগ করা সময়ে হেড থেকে গোল করেন বেলিংহ্যাম। ঠিক সেই মুহূর্তে বেজে ওঠে রেফারির বাঁশি। ফলে গোলটি বৈধ হিসেবে বিবেচনা করা হয়নি। এ সময় রিয়াল খেলোয়াড়রা রেফারিকে ঘিরে ধরলে বেলিংহ্যাম গালি দেন।

ঢাকা/বিজয়

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়