ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বোলিংয়ে এসেই মোস্তাফিজের জোড়া উইকেট 

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৪৪, ২২ মার্চ ২০২৪   আপডেট: ২১:৫০, ২২ মার্চ ২০২৪
বোলিংয়ে এসেই মোস্তাফিজের জোড়া উইকেট 

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের উদ্বোধনী ম্যাচে মোস্তাফিজুর রহমানকে নিয়ে মাঠে নামে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস। রয়্যাল চ্যালেঞ্জার্সের বিপক্ষে এই ম্যাচে হতাশ করেননি দ্য ফিজ। পাওয়ার প্লের পঞ্চম ওভারে বোলিংয়ে এসে ৪ রান দিয়ে ২ উইকেট নেন এই বাঁহাতি পেসার। 

চেন্নাইয়ের চিদাম্বরম স্টেডিয়ামে টস জিতে ব্যাটিং নেয় ব্যাঙ্গালুরু। ব্যাটিং করতে নেমে প্রথম চার ওভারে ৩৭ রান তুলে ফেলে বিরাট কোহলি-ডু প্লেসি জুটি। পঞ্চম ওভারে বোলিংয়ে এসে প্রথম বল ডট দেন মোস্তাফিজ। দ্বিতীয় বলে ডু প্লেসির কাছে চার হজম করলেও তৃতীয় বলে তাকে সাজঘরে ফেরান। 

আরো পড়ুন:

মোস্তাফিজের আউটসাইড অফের স্লোয়ারে মারতে গিয়ে ডিপ পয়েন্টে ধরা পড়েন প্ল্রেসি। ২৩ বলে ৩৫ রান করেন এই ব্যাটার। প্লেসির আউটের পর ক্রিজে আসেন রজত পাতিদার। দুই বল ডট দিয়ে তৃতীয় বলের সময় খোঁচা দিয়ে বসেন পাতিদার। অনায়াসে বল তালুবন্দি করেন ধোনি।

এবারের আইপিএলে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি মোস্তাফিজ। মাহেন্দ্র সিং ধোনির দল চেন্নাই সুপার কিংস ভিত্তিমূল্য ২ কোটি রূপিতে মোস্তাফিজকে দলে ভিড়িয়েছে। গত মৌসুমে দিল্লি ক্যাপিটালসে ছিলেন মোস্তাফিজ। স্রেফ ১ উইকেট পাওয়া মোস্তাফিজ ছিলেন বেশ খরুচে। ওভার প্রতি রান দেন ১১.২৯ করে।

২০১৬ সালে আইপিএল অভিষেকের পর মোস্তাফিজ ম্যাচ খেলেছেন ৪৮টি। উইকেট পেয়েছেন ৪৭টি। ৭.৯৩ ইকোনমিতে তার বোলিং গড় ৩০.৭২।

২০১৬ সালে অভিষেক মৌসুমে টুর্নামেন্টে উদীয়মান ক্রিকেটারের পুরস্কার জিতেছিলেন। সেবার ১৬ ম্যাচে ১৭ উইকেট নিয়ে সানরাইজার্স হায়দরাবাদকে চ্যাম্পিয়ন করাতে বড় ভূমিকা রেখেছেন। এরপর থেকে তার পারফরম্যান্স তেমন দেখা যায়নি।

ঢাকা/রিয়াদ/বিজয়

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়