ঢাকা     শুক্রবার   ০৪ অক্টোবর ২০২৪ ||  আশ্বিন ১৯ ১৪৩১

কিমিখ জাদুতে আর্সেনালের বিদায়, সেমিতে বায়ার্ন

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:১২, ১৮ এপ্রিল ২০২৪   আপডেট: ১০:২১, ১৮ এপ্রিল ২০২৪
কিমিখ জাদুতে আর্সেনালের বিদায়, সেমিতে বায়ার্ন

কোয়ার্টার ফাইনালের প্রথম লেগ ড্র। দ্বিতীয় লেগ হয়ে দাঁড়ালো সেমিফাইনালের চূড়ান্ত নির্ধারক। তাতে জাদু দেখালেন বায়ার্ন মিউনিখের জসুয়া কিমিখ। তার একমাত্র গোলেই ইংলিশ জায়ান্ট আর্সেনালকে ১-০ গোলে হারিয়ে দুই লেগ মিলিয়ে ৩-২ ব্যবধানে জিতে চ্যাম্পিয়ন্স লিগের শেষ চারে পৌছে গেল বায়ার্ন। প্রথম লেগ ২-২ গোলে ড্র হয়েছিল।

বুধবার (১৬ এপ্রিল) ঘরের মাঠ আলিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচের শুরু থেকেই দুই দল সাবধানী হয়ে খেলতে থাকে। একই সঙ্গে সুযোগের অপেক্ষায় ছিল। তাতে ম্যাচের ২৪তম মিনিটে আচমকা আক্রমণ করেন জামাল মুসিয়ালা। তবে তার দূরপাল্লার শট ঝাঁপিয়ে ঠেকিয়ে দেন আর্সেনাল গোলরক্ষক ডেভিড রায়া। 

২৯তম মিনিটে মার্টিন ওডেগারের শট একজনের পায়ে লেগে দিক পাল্টে দূরের পোস্ট ঘেঁষে একটু বাড়তি বাউন্স করে জালে যাচ্ছিল। তবে সেটি দিক পাল্টে দেন ম্যানুয়েল নয়ার। ৩১তম মিনিটে ওডেগারের পাসে দারুণ এক সুযোগ পেয়েও নয়ার বরাবর শট নিয়ে সুযোগ হাতছাড়া করেন গাব্রিয়েল মার্তিনেল্লি।

আরো পড়ুন:

দুই দলের এই গোল মিসের মহড়া আর গোলকিপারের বীরত্বে প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য ড্রতে। দ্বিতীয়ার্ধের শুরুতেই গোল পেতে যাচ্ছিল বায়ার্ন। তবে ৪৭তম মিনিটে লেয়ন গোরেটস্কার জোরাল হেড ফেরে ক্রসবারে লেগে। ফিরতি বলেও ব্যর্থ হন রাফায়েল গেরেইরো।

গোল মিসের এই মহড়ায় ৬৪তম মিনিটে ডেডলক ভাঙেন কিমিখ। লেরয় সানের শট মাথার উপর থেকে হাত দিয়ে দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা করেন রায়া। তবে ঠিকঠাক পারেননি। ছুটে গিয়ে সেই বল দখলে নিয়ে খানিক সময় নিয়ে ক্রস করেন গেরেইরো। দারুণ গতিতে হেডে জাল খুঁজে নেন সুযোগসন্ধানী কিমিখ। 

৮৭তম মিনিটে কাছ পোস্ট ঘেঁষে ওডেগারের চমৎকার শট নয়ারের হাত ছুঁয়ে বাইরে চলে যায়। তবে কর্নার দেননি রেফারি! বাকি সময়ে গোলের তেমন কোনো সম্ভাবনা জাগাতে পারেনি আর্সেনাল। ফলে হার নিয়েই মাঠ ছাড়তে হয় প্রিমিয়ার লিগের দলটিকে। 

ফাইনালে যাওয়ার লড়াইয়ে বায়ার্নের প্রতিপক্ষে ইউরোপের সফলতম দল রিয়াল মাদ্রিদ। ম্যানচেস্টার সিটির বিপক্ষে কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে নির্ধারিত ও অতিরিক্ত সময়ে ১-১ সমতার পর পেনাল্টি শুটআউটে ৪-৩ ব্যবধানে জেতে কার্লো আনচেলত্তির দল।

ঢাকা/বিজয়

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়