ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ভারতের বিপক্ষে হেরে যা বললেন বাবর

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:২৭, ১০ জুন ২০২৪  
ভারতের বিপক্ষে হেরে যা বললেন বাবর

১২০ বলে ১২০ রান টি-টোয়েন্টির জামানায় খুবই সহজ লক্ষ্য। বলের সঙ্গে পাল্লা দিয়ে রান তুললেই হয়ে যায়। কিন্তু এই রান তাড়া করতে গিয়েই মুখ থুবড়ে পড়েছে পাকিস্তান। শেষ ৬ ওভারে দরকার ছিল ৪০ রান, হাতে ছিল ৭ উইকেট। এমন ম্যাচে পাকিস্তানের হার ৬ রানে। ম্যাচ হেরে ডট বল আর নিয়মিত উইকেট হারানোকে দায়ী করছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম।

ম্যাচ শেষে পুরস্কার বিতরণীতে দলের হারের কারণ ব্যাখ্যা করতে গিয়ে বাবর বলেন, ‘আমার মনে হয় প্রথম দশ ওভারের পর ওরা (ভারত) ভালো বোলিং করেছে। আমাদের লক্ষ্য ছিল ১২০, প্রথম দশ ওভারে বলপ্রতি রান নিয়েছি। কিন্তু এরপর একের পর এক উইকেট হারিয়েছি, বেশ কিছু ডট বল হয়েছে।’

আরো পড়ুন:

লক্ষ্য তাড়ায় ১২ ওভার শেষে পাকিস্তানের রান ছিল ২ উইকেটে ৭২। ১৩তম ওভারের প্রথম বলে ফখর জামান আউট হওয়ার পর খেই হারায় পাকিস্তানের ব্যাটিং। ১৪ থেকে ১৯—এই ছয় ওভারে পাকিস্তান একটি বাউন্ডারিও মারতে পারেনি। বরং একের পর উইকেট হারিয়ে আরও চাপে পড়েছে।

এ নিয়ে বাবর বলেন, ‘কৌশলটা একদম সোজা ছিল। স্বাভাবিক ব্যাটিং, স্ট্রাইক রোটেট করা, ওভারে ৫-৬ রান আর মাঝেমধ্যে বাউন্ডারি। কিন্তু ওই সময় আমরা অনেক ডট বল দিয়েছি। এতে চাপ বেড়েছে। আমরা দ্রুত তিনটি উইকেট হারিয়ে ফেলি। আর টেলএন্ডারদের কাছ থেকে তো খুব বেশি আশা করা যায় না।’

নাসাউ কাউন্টি আন্তর্জাতিক স্টেডিয়ামের পিচ নিয়ে আলোচনার শেষ নেই। তবে হার-জিতে পিচের কোনো ভূমিকা দেখেন না বাবর, ‘পিচ ভালো। বল ভালোভাবেই ব্যাটে আসছিল। কিছুটা মন্থর ছিল। কিছু বল বাড়তি বাউন্সও হচ্ছিল। কিন্তু এ ধরনের ড্রপ-ইন পিচে এমনটা হতেই পারে।’

ভারতের বিপক্ষে এই হারের পর টানা দুই হারে পাকিস্তানের গ্রুপ পর্ব থেকে বিদায় অনেকটাই নিশ্চিত। ওই দুই দলেরই দুই ম্যাচ থেকে ৪ পয়েন্ট করে আছে। পাকিস্তান শেষ দুই ম্যাচে জিতলেও তাকিয়ে থাকতে হবে অন্যদলের জয় ও নেট রানরেটের দিকে। বাবর আপাতত সেদিকেই তাকিয়ে, ‘এখন শেষ দুই ম্যাচ জিততেই হবে। দেখা যাক, শেষ দুই ম্যাচে কী হয়।’

পাকিস্তানের পরের ম্যাচ ১১ জুন কানাডার বিপক্ষে, আয়ারল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচ ১৬ জুন। 

ঢাকা/বিজয়

সর্বশেষ

পাঠকপ্রিয়