ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

যে সিদ্ধান্ত বিশ্বকাপে জাম্পাকে এনে দিচ্ছে সাফল্য

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৪০, ১০ জুন ২০২৪  
যে সিদ্ধান্ত বিশ্বকাপে জাম্পাকে এনে দিচ্ছে সাফল্য

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়ার অন্যতম ভরসা অ্যাডাম জাম্পা।  বিশ্বকাপের প্রথম ম্যাচেই ইংল্যান্ডের বিপক্ষে দেখিয়েছেন ঝলক। তার এই সাফল্যের পেছনে সবচেয়ে বড় কৃতিত্ব আইপিএলে না খেলা। জাম্পার মতে, বিশ্বকাপ প্রস্তুতির জন্য এটাই ছিল সেরা সিদ্ধান্ত। 

আইপিএলের এবারের আসরে নিজের নাম প্রত্যাহার করে নেন জাম্পা। ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ শেষে জাম্পা জানালেন এই সিদ্ধান্ত কতটা সময়োপযোগী ছিল, ‘আমি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ছাড়ার সিদ্ধান্ত আগেই নিয়েছিলাম। আমি মনে করি এটা বিশ্বকাপের জন্য ভালো ছিল। আমার কাছে পরিবার কাজের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ।’

আরো পড়ুন:

নিজের প্রস্তুতি নিয়ে জাম্পা বলেন, ‘আমি একটু ধীরগতিতে শুরু করেছি। পরে বাড়তি পরিশ্রম করে পুষিয়ে নিয়েছি। তাতে আমার শরীর ভালো লাগছিল। আমি সাধারণত এই ধরনের টুর্নামেন্টের আগে যা করি তার চেয়ে একটু বেশি পরিশ্রম করেছি। সবকিছু এখন ভালো লাগছে।’

২০২৩ বিশ্বকাপেও অস্ট্রেলিয়ার হয়ে গুরুত্বপূর্ণ হাতিয়ার হয়ে উঠেছিলেন জাম্পা। দেশটির ওয়ানডে বিশ্বকাপ জয়ে দারুণ অবদান আছে এই স্পিনারের। অনেক আগে থেকে তার ওপর পরিপূর্ণ বিশ্বাস রাখার জন্য কৃতজ্ঞতাও প্রকাশ করেন জাম্পা।

তিনি আরও বলেন, 'সত্যি বলতে, আমি এটা নিয়ে কখনোই ভাবিনি। যেমন আমাকে দলে আমার জায়গার জন্য দীর্ঘ সময় লড়াই করতে হয়েছে। এবং তারপরে আমি ভাগ্যবান ছিলাম যে আমার অধিনায়ক আমাকে সমর্থন করেছিলেন কামিন্স এবং মার্শও আমাকে সমর্থন করেছেন।’

চলমান আসরে অস্ট্রেলিয়ার ৩৬ রানের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন জাম্পা। চার ওভারে ২৮ রান দিয়ে তুলে নিয়েছিলেন ইংল্যান্ডের দুটি গুরুত্বপূর্ণ উইকেট। ফিল সল্ট ও জশ বাটলারের উইকেট দুটি দখল করেন তিনি। 

ঢাকা/বিজয়

সর্বশেষ

পাঠকপ্রিয়