ঢাকা     শনিবার   ২৭ জুলাই ২০২৪ ||  শ্রাবণ ১২ ১৪৩১

শেবাগকে কড়া জবাব 

সাকিবকে ভিলেন বানানো ঠিক না, সম্মান করা উচিত: রাজ্জাক 

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪৯, ১১ জুন ২০২৪   আপডেট: ১৭:১৩, ১১ জুন ২০২৪

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বল হাতে মাত্র ১ ওভার বোলিং, ব্যাট হাতে নেমে অহেতুক শটে গুরুত্বপূর্ণ সময়ে আউট হয়ে দলকে বিপাকে ফেলা। ক্যারিয়ারজুড়ে সাকিব আল হাসান বোধহয় এমন কঠিন সময় পার করেননি। 

সাকিবের এমন দায়িত্বজ্ঞানহীন ব্যাটিংয়ের পর মূলত সমালোচনা শুরু। এর আগে শ্রীলঙ্কার বিপক্ষেও দলকে জিতিয়ে মাঠ ছেড়ে আসতে পারেননি। সবমিলিয়ে সাকিবের এমন পারফরম্যান্সের কারণে সমালোচনা চলছে চারদিকে। লজ্জিত হয়ে অবসর নিতে বলেছেন ভারতের সাবেক ওপেনার বীরেন্দর শেবাগ।

এদিকে শেবগের কথার কড়া জবাব দিয়েছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার ও বর্তমান নির্বাচক আব্দুর রাজ্জাক। সাকিবকে ভিলেন না বানিয়ে সম্মান করা উচিত বলে মন্তব্য করেছেন রাজ্জাক। মঙ্গলবার (১১ জুন) বিশ্বকাপ উপলক্ষে রাইজিংবিডির বিশেষ আয়োজন মহারণের অতিথি হয়ে এসে রাজ্জাক জানান, কেউ একটা মন্তব্য করে দিলেই সেটা নিয়ে লাফালাফি করা ঠিক না। 

‘একজন মানুষকে ভিলেন বানানো ঠিক না। যে মানুষটা পুরো ক্যারিয়াটা সার্ভ করে আসছে দেশকে। আমাদের বেশিরভাগ ক্রিকেটারদের ক্ষেত্রে এরকম হয়। এটা ঠিক না। কেউ একজন মন্তব্য করলো সেটা নিয়ে লাফালাফি করা, একটু বুঝে করা উচিত, সম্মান রাখা উচিত।’

‘শেবাগ বলতেই পারে। ওর মনগড়া কথা। শেবাগ শেবাগের কথা বলছে। ওর কথা নিয়ে যে আমাদের লাফাতে হবে, ও বললেই যে ওর কথা সঠিক সেটা মনে করার কারণ নেই’-আরও যোগ করেন রাজ্জাক। 

সাকিবের অবসরে যাওয়া প্রসঙ্গে এলে রাজ্জাকের ভাষ্য, এক-দুটা ম্যাচে ক্লিক না করলে এমন বলা ঠিক না, ‘দেখেন একটা মন্তব্য করে দেওয়া সহজ। মুখ দিয়ে বের করে দিলে হয়ে যায় সেটা। একটা মানুষ ১৫ বছর ধরে এক নম্বরে আছে, সে একটা ম্যাচে সম্ভবত দুটার (ব্যাটিং-বোলিং) কোনোটা ক্লিক করেনি, আমরা হুট করে তার নামে একটা কথা বলে দিচ্ছি। আমি জানি না, আমি বলতে পারি কী না এটা। আমার কাছে এরকম মনে হয় না।’ 

‘প্রত্যেকটা জিনিসের একটা শেষ আছে। ওরও যখন সময় হবে, ও চলে যাবে, ছেড়ে দেবে, এটাই স্বাভাবিক। এটাই নিয়ম আসলে। এটা নিয়ে আসলে সৃষ্টি (বিতর্ক) করার মানে নাই, এটা আসলে ঠিকও না।’

শ্রীলঙ্কার বিপক্ষে সাকিব আউট হয়েছেন ৮ রানে। গতকাল আসে ৩ রান। শ্রীলঙ্কার বিপক্ষে বল হাতে দিয়েছেন ৩০ রান, আর গতকাল মাত্র ১ ওভার বোলিং করেন। বিশেষ করে ব্যাটিংয়ে সাকিবের আউটের ধরণ নিয়ে সমালোচনা হচ্ছে বেশি। 
 
তবে রাজ্জাক এখনি কোনো মন্তব্য করতে নারাজ। জানান, সাকিবের মত একজন ক্রিকেটার খোঁজার জন্য তারা সংগ্রাম করছেন, ‘আমরা বলি না গুণীজনের কদর করা উচিত। না হলে গুণীজন তৈরি হওয়া একটু মুশকিল। আমরা সংগ্রাম করছি সাকিবের মতো ক্রিকেটার পেতে। আমরা এই মুহুর্তে বেশ স্ট্রাগল করছি, সাকিবের মতো সেরা ক্রিকেটার কেন আসছে  না। কাছাকাছি মানের ক্রিকেটার কেন আসছে না, হচ্ছে না কেন। হয়তো চাপের কারণে হতে পারে, বিভিন্ন কারণে হতে পারে। আমার কাছে মনে হয় একটু সম্মান করা উচিত।’ 

‘যারা সাপোর্ট করে, সাপোর্টার যারা তাদের খারাপ লাগবে এটা স্বাভাবিক। খেলা এরকম হয়েছে, হেরে গেছে, কষ্ট লাগা স্বাভাবিক। আমি যেভাবে নিতে পারি হয়তো আরেকজন মানুষ নিতে পারছে না, হয়তো সেভাবে বুঝতে পারছে না।’

ঢাকা/রিয়াদ/বিজয়

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়