ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

চ্যাম্পিয়নস ট্রফি: ভারতের ম্যাচ শ্রীলঙ্কা-দুবাই করার প্রস্তাব!

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২০, ১১ জুলাই ২০২৪   আপডেট: ১৭:৪৭, ১১ জুলাই ২০২৪
চ্যাম্পিয়নস ট্রফি: ভারতের ম্যাচ শ্রীলঙ্কা-দুবাই করার প্রস্তাব!

২০২৫ সালে আট দল নিয়ে পাকিস্তানে বসবে চ্যাম্পিয়নস ট্রফির ম্যাচ। যেখানে অনুমিতভাবেই অংশগ্রহণ করবে ভারত। কিন্তু রাজনৈতিক বৈরিতার কারণে ভারত পাকিস্তানে গিয়ে খেলবে কিনা সেটাই এখন টক অব দ্য টাউন। জুলাইয়ের ১৯ থেকে ২২ পর্যন্ত কলম্বোতে হবে আইসিসির পরবর্তী সভা। সেখানে চ্যাম্পিয়নস ট্রফির ভবিষ্যৎ নির্ধারণ হতে পারে বলে খবর।

গত বছর এশিয়া কাপও বসেছিল পাকিস্তানে। পাকিস্তানে সেবারও সফর করেনি ভারত। যতটুকু জানা গেছে, ভারত এবারও পাকিস্তান যাবে না। এজন্য বিসিসিআই দুবাই নয়তো শ্রীলঙ্কায় ভারতের ম্যাচগুলো আয়োজনের প্রস্তাব দেবে আইসিসিকে। ভারতের গণমাধ্যম এএনআই বিসিসিআইয়ের সূত্র দিয়ে এমন খবর প্রকাশ করেছে। পাকিস্তান প্রস্তাব দিয়েছে ভারতের ম্যাচগুলো লাহোরে আয়োজনের। যা ভারতের সীমান্তের খুব কাছে। গ্রুপ পর্বের তিনটি ম্যাচই সেখানে খেলার খসড়া সূচি করেছে পাকিস্তান। আইসিসিকে টি-টোয়েন্টি বিশ্বকাপ চলাকালীন নিজেদের বিশ্বকাপের পরিকল্পনা, সূচি জমা দিয়েছে তারা।

আরো পড়ুন:

কিন্তু ভারত শেষ মুহূর্তে বেঁকে বসতে পারে সেই শঙ্কা তো রয়েছেই। সরকার থেকে এবারও পাকিস্তান যেতে অনুমতি পাবে না তা বিসিসিআই ধরে নিয়েছে। এজন্য নিজেদের ম্যাচগুলো দুবাই বা শ্রীলঙ্কায় আয়োজন করতে চায় তারা। বিসিসিআইয়ের কর্মকর্তা বলেছেন, ‘ভারত চ্যাম্পিয়নস ট্রফি খেলার জন্য পাকিস্তান সফর করবে না। আইসিসি সভায় বিসিসিআই প্রস্তাব দেবে ম্যাচগুলো দুবাই বা শ্রীলঙ্কায় আয়োজন করতে।’

গত মে মাসে বিসিসিআইয়ের ভাইস চেয়ারম্যান রাজীব শুকলা বলেছিলেন, ‘সরকার অনুমতি দিলেই কেবল বিসিসিআই ভারতীয় দলকে পাকিস্তানে পাঠাতে পারবে। সরকারের অনুমতি ছাড়া কোনোভাবেই চ্যাম্পিয়নস ট্রফি নিয়ে সিদ্ধান্ত নেওয়া যাবে না।’

এশিয়া কাপের সময় পাকিস্তান হাইব্রিড প্রক্রিয়ায় ম্যাচ আয়োজন করেছিল। ভারত নিজেদের ম্যাচগুলো খেলেছিল শ্রীলঙ্কায়। পাকিস্তান বাকি ম্যাচগুলো আয়োজন করে নিজেদের মাটিতে। ফাইনাল হয়েছিল শ্রীলঙ্কায়। যেখানে ভারতের প্রতিপক্ষ ছিল শ্রীলঙ্কা। ভারত শেষ পর্যন্ত রাজী না হলে এবারও তেমন কিছুই হবে। সবশেষ চ্যাম্পিয়নস ট্রফি বসেছিল ইংল্যান্ডে। ২০১৭ সালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল পাকিস্তান।

ইয়াসিন/আমিনুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়