ঢাকা     রোববার   ২৬ জানুয়ারি ২০২৫ ||  মাঘ ১২ ১৪৩১

৫ ম্যাচ পর ফিরে তাওহীদের ‘ডাক’

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:১২, ১৭ জুলাই ২০২৪   আপডেট: ০৮:২৭, ১৭ জুলাই ২০২৪
৫ ম্যাচ পর ফিরে তাওহীদের ‘ডাক’

সময়টা একদমই ভালো যাচ্ছে না তাওহীদ হৃদয়ের। শ্রীলঙ্কায় লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) ৫ ম্যাচ বসে থাকতে হয়েছিল তাকে। প্রথম দুই ম্যাচের পর তাকে খেলানোর প্রয়োজন অনুভব করেনি ডাম্বুলা সিক্সার্স। 

নিজেদের অষ্টম ম্যাচে বাংলাদেশের মিডল অর্ডার ব্যাটসম্যানকে ডাম্বুলা একাদশে ফেরালেও প্রত্যাশিত পারফরম্যান্স পায়নি ফ্রাঞ্চাইজিটি। কলম্বো স্ট্রাইকার্সের বিপক্ষে রানের খাতাই খুলতে পারেননি তিনি। এর আগে প্রথম দুই ম্যাচে তার রান ছিল কেবল ১। প্রথম ম্যাচে ক্যান্ডি ফ্যালকন্সের বিপক্ষে ১ করেছিলেন। পরের ম্যাচে জাফনা কিংসের বিপক্ষে ব্যাটিংয়ের সুযোগ পাননি। 

তার মতোই বিবর্ণ অবস্থা ডাম্বুলার। ম্যাচটি জিতলেও রান রেটে পিছিয়ে থাকায় প্লে অফে খেলা হচ্ছে না। আগে ব্যাটিং করতে নেমে ডাম্বুলা মাত্র ১২৩ রান করে। জবাবে কলম্বো স্ট্রাইকার্স অল আউট হয়ে যায় ৯৫ রানে। ২৩ রানে তাওহীদরা ম্যাচ জিতলেও টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে। 

তাওহীদের মতো পুরো ব্যাটিং অর্ডার নিয়ে গতকাল ধুকেছে ডাম্বুলা। অধিনায়ক মোহাম্মদ নবী ছাড়া কেউই রান পাননি। তার ৪০ রানের ইনিংসের ওপর দাঁড়িয়ে মাঝারি মানের পুঁজি পায় ডাম্বুলা। 

৫ ওভারে ৩ উইকেট হারিয়ে দল যখন ভীষণ চাপে তখন ক্রিজে যান তাওহীদ। তৃতীয় বলে বিনুরা ফার্নান্দোর অফ স্টাম্পের বাইরে লেংথ বল পুল করেন। ব্যাটের কানায় লেগে বল জমা পড়ে উইকেটের পেছনে রহমানউল্লাহ গুরবাজের গ্লাভসে। 

কলম্বোরও ব্যাটিং ভালো হয়নি। থিসারা পেরেরা ৩০ রান না করলে ৯৫ রানও করা হতো না তাদের। যদিও এই ম্যাচ হেরে প্লে অফে খেলতে পারছে তারা। ৮ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে তিন নম্বরে তাদের অবস্থান। ৮ ম্যাচে মাত্র ৩টিতে জিতে ৬ পয়েন্ট নিয়ে তালিকার সবার নিচে ডাম্বুলার অবস্থান। 

ঢাকা/ইয়াসিন


সর্বশেষ

পাঠকপ্রিয়