ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ব্যাটে-বলে বিবর্ণ সাকিব-শরিফুল

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:০০, ৪ আগস্ট ২০২৪   আপডেট: ১০:০৫, ৪ আগস্ট ২০২৪
ব্যাটে-বলে বিবর্ণ সাকিব-শরিফুল

ব্যাট হাতে ব্যর্থতার বৃত্ত থেকে বেরিয়ে আসতে পারছেন না সাকিব আল হাসান। বোলিংয়ে টুকটাক অবদান রেখে কাজ চালিয়ে নিচ্ছিলেন। গতকাল হাতে বলই নেননি। বাংলাদেশের আরেক ক্রিকেটার শরিফুল ইসলামেরও একই দশা! কানাডায় গ্লোবাল টি-টোয়েন্টি লিগে ব্যাট-বলে বিবর্ণ দিন কেটেছে বাংলাদেশের দুই ক্রিকেটারের। হেরেছে তাদের দল বাংলা টাইগার্স  মিসিসাগাও।

তিন ম্যাচ পর হারের তিক্ত স্বাদ পেয়েছে বাংলা টাইগার্স। ব্রামটন উলভসের কাছে ৮ উইকেটের বিশাল ব্যবধানে হেরেছে তারা। শুধু সাকিব আর শরিফুল নয়, বাংলা টাইগার্সের পুরো দলই আজ ফেল করেছে। আগে ব্যাটিং করতে নেমে মাত্র ৭৯ রানে গুটিয়ে যায় সাকিবের দল। জবাবে ব্রামটন উলভস ১১.২ ওভারে লক্ষ্য ছুঁয়ে ফেলে ২ উইকেট হারিয়ে।

আরো পড়ুন:

বাংলা টাইগার্সের প্রথম পাঁচ ব্যাটসম্যানের দুইজন রানের খাতা খুলতে পারেননি। একজন করেছেন ১ রান। বাকি দুজন ফিরেছেন ৪ রান করে। এদের মধ্যে রয়েছেন অধিনায়ক সাকিবও। তিনে নেমেছিলেন সময় নিয়ে ব্যাটিং করার জন্য। কিন্তু ৬ বলে ৪ রানে থেমে যায় তার ইনিংস। বাংলা টাইগার্সের হয়ে ইফতেখার আহমেদ সর্বোচ্চ ১৯ এবং ডেভিড ভিসে ১০ রান করেন। শরিফুল ইসলাম সবার পরে নেমে ১২ রান তুলে রাখেন অবদান।

বোলিংয়ে শরিফুল ছিলেন ব্যর্থ। ৩ ওভারে ২৫ রান দিয়ে ছিলেন বিবর্ণ। বাঁহাতি স্পিনার সাকিব আগের ম্যাচে পুরো ৪ ওভার করলেও গতকাল বল হাতে নেননি। স্বল্প পুুঁজি থাকায় অধিনায়ক বাকিদের দিয়েই কাজ চালিয়ে নিয়েছেন। ব্রামটন উলভসের জয়ের নায়ক অ্যান্ড্রু টাই। ১৮ রানে ৩ উইকেট নেন অস্ট্রেলিয়ান এই পেসার। ব্যাটিংয়ে ডেভিড ওয়ার্নার ৩৩ বলে করেন ৪৪ রান। ৬ চার ও ১ ছক্কায় সাজান এই ইনিংসটি।
 
টানা তিন ম্যাচ পর হারের দেখা পেল বাংলা টাইগার্স। পাঁচ ম্যাচে এটি তাদের দ্বিতীয় পরাজয়। ৬ পয়েন্ট নিয়ে তারা এখন আছে পয়েন্ট টেবিলের তিনে। এ জয়ে রান রেটে বাংলা টাইগার্সকে পেছনে ফেলে দুইয়ে উঠে এসেছে ব্রামটন উলভস। তাদেরও পাঁচ ম্যাচে তিন জয়। 

ঢাকা/ইয়াসিন/বিজয়

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়