ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মাঠে ফিরে খুশি ক্রিকেটাররা, ‘এ’ দল যাচ্ছে ১০ আগস্ট

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩২, ৭ আগস্ট ২০২৪  
মাঠে ফিরে খুশি ক্রিকেটাররা, ‘এ’ দল যাচ্ছে ১০ আগস্ট

বাংলাদেশ ‘এ’ দলের ক্রিকেটাররা বুধবার সকাল ১০টায় রিপোর্টিংয়ের পর ব্যাট-বল নিয়ে অনুশীলন শুরু করেছেন। শুধু ‘এ’ দল নয়, জাতীয় দলের দুয়েক ক্রিকেটারও মাঠে এসেছেন। তাসকিন আহমেদ তাদের মধ্যে অন্যতম। লাল বলের ক্রিকেটে ফেরার ইচ্ছায় কাজ করে যাচ্ছেন ডানহাতি পেসার। লম্বা সময় বিশ্রামে থাকলে ফেরাও পিছিয়ে যাবে। এজন্য ‘এ’ দলের অনুশীলনেই ‍যোগ দিয়েছেন তাসকিন।

ক্রিকেট পরিচালনা বিভাগের ম্যানেজার শাহরিয়ার নাফিস জানালেন, ক্রিকেটাররা মাঠে ফিরে খুশি। আগামীকাল থেকে জাতীয় দলের অনুশীলনও শুরু হতে পারে। তিনি বলেছেন, ‘দেশের এই অবস্থায় আমাদের অনুশীলন শুরু করাটা কনসার্ন ছিল। আমরা শুরু করতে পেরেছি। দেশের পরিস্থিতির কারণে আমাদের ফ্যাসিলিটিজের কি অবস্থা সেটা আমরা বুঝতে পারছিলাম না। গ্রাউন্ডসম্যানরা কাজ করতে পারছিল না। আজ এসে আমরা দেখেছি আমাদের মাঠ গ্রাউন্সম্যানরা ঠিক রেখেছে। আমরা এ দলের অনুশীলন শুরু করতে পেরেছি। আশা করছি আগামীকাল আমরা জাতীয় দলের অনুশীলন শুরু করতে পারবো।’

আরো পড়ুন:

ক্রিকেটার ও কোচদের নিরাপত্তা নিয়ে নাফিস যোগ করেন, ‘বাংলাদেশ দলের কোচিং স্টাফের সদস্যরা পহেলা আগস্টের পর থেকে অ্যাভেইলেভেল আছেন। তারা অনুশীলন শুরু হওয়ার জন্য অপেক্ষা করছেন। আমরা অনুশীলন শুরু করতে পারলে তারা উপস্থিত থাকবেন। তারা আমাদের রেসপনসিবিলিটি। তারা আমাদের টপ প্রায়োরিটি।’

এদিকে ‘এ’ দলের পাকিস্তান সফরের পরিবর্তিত সূচি চূড়ান্ত হয়েছে। ১০ আগস্ট পাকিস্তান যাবে ‘এ’ দল। দুটি চারদিনের ও তিনটি পঞ্চাশ ওভারের ম্যাচ খেলবে বাংলাদেশ। প্রতিপক্ষ পাকিস্তান শাহীনস (এ দল)।

১৩-১৬ প্রথম চারদিনের ম্যাচ অনুষ্ঠিত হবে ইসলামাবাদে। ২০-২৩ আগস্ট দ্বিতীয় চারদিনের ম্যাচ অনুষ্ঠিত হবে। ২৬, ২৮ ও ৩০ আগস্ট হবে তিনটি পঞ্চাশ ওভারের ম্যাচ।

১৬ আগস্ট বাংলাদেশ জাতীয় দলও পাকিস্তান যাবে দুটি টেস্ট ম্যাচ খেলবে। জাতীয় দলের একাধিক ক্রিকেটারকে ম্যাচ প্রস্তুতির সুযোগ দিতে ‘এ’ দলের মোড়কে আগেভাগেই পাকিস্তান পাঠাচ্ছে বিসিবি। তাদের মধ্যে রয়েছেন, মুশফিকুর রহিম, মুমিনুল হক, মাহমুদুল হাসান জয়রা।

ঢাকা/বিজয়

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়