ঢাকা     রোববার   ০৬ অক্টোবর ২০২৪ ||  আশ্বিন ২১ ১৪৩১

টেস্টে ফিরতে তাসকিনকে যা করতে হবে

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:০৬, ৩ আগস্ট ২০২৪   আপডেট: ১৫:১৫, ৩ আগস্ট ২০২৪
টেস্টে ফিরতে তাসকিনকে যা করতে হবে

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) চলাকালীন হঠাৎ করে টেস্ট থেকে বিরতির ঘোষণা দিয়েছিলেন ডানহাতি পেসার তাসকিন আহমেদ। এবার পাকিস্তান সিরিজের আগে সাদা পোশাকে ফেরার ইঙ্গিত দিয়েছেন তিনি। কিন্তু পাঁচ দিনের ম্যাচে বোলিং করার জন্য কী ফিট আছেন তাসকিন?

শনিবার (৩ আগস্ট) থেকে শুরু হয়েছে পাকিস্তানের বিপক্ষে দুই টেস্ট সিরিজের অনুশীলন। বৈরি আবহাওয়ার কারণে ভোরে বঙ্গবন্ধু স্টেডিয়ামে ফিটনেস টেস্ট হয়নি। তবে একই সময়ে মিরপুর শের-ই-বাংলায় সেটি সম্পন্ন হয়েছে। 

তাসকিনের বিষয়ে কথা বলেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ফিজিও বায়েজিদ ইসলাম, ‘তাসকিন তো এতদিন টি-টোয়েন্টি সংস্করণে খেলেছে। ওইসময় তো লম্বা স্পেল বল করা হয় না। ওর কাঁধের একটা সমস্যা ছিল। এমনকি বিশ্বকাপের সময়ও আমরা তার কাঁধ দেখিয়ে এনেছি। কাঁধের যে সমস্যাটা ছিল, সেটা একই। কোন পরিবর্তন হয়নি।’

আরো পড়ুন:

‘কিন্তু এটা নিয়ে আপনি খেলতে পারবেন। এর মানে হলো, সে যদি ওয়ার্কআউট করে, তাহলে সে খেলতে পারবে। সেদিক থেকে অবশ্যই তাসকিন টেস্টে অ্যাভেলেবল আছে’-আরও যোগ করেন বায়েজিদ।  

তাসকিন আহমেদ সর্বশেষ টেস্ট খেলেছেন গত বছরের জুনে, আফগানিস্তানের বিপক্ষে। এরপর বছরের শুরুতে বিপিএল চলাকালীন বিরতির ঘোষণা দেন। 

বেশ কিছুদিন ধরে টেস্ট থেকে বিরতিতে থাকায় তাকে ফেরার জন্য লম্বা স্পেলিংয়ে বোলিংয়ের অনুশীলন করতে হবে। বায়েজিদ আরও বলেন, ‘টেস্ট খেলতে হলে বোলিং ওয়ার্কলোড, লম্বা স্পেল করতে হয়। আস্তে আস্তে বিল্ড আপ করে তারপর টেস্ট খেলতে হয়। সে যেহেতু একটা লম্বা সময় টি-টোয়েন্টি খেলছে, এখন সে চেষ্টা করে দেখবে। সে যদি ভালো অনুভব করে, তাহলে সে ইন শা আল্লাহ আবার টেস্ট খেলতে পারবে।’

ঢাকা/রিয়াদ/বিজয়

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়