ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ভারতকে হুমকি দিলেন অজি স্পিনার

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:১৯, ১৯ আগস্ট ২০২৪   আপডেট: ১৪:২২, ১৯ আগস্ট ২০২৪
ভারতকে হুমকি দিলেন অজি স্পিনার

টেস্টে বিশ্বের সেরা দলগুলোর অন্যতম অস্ট্রেলিয়া। তবে বিগত সময়ে ভারতের বিপক্ষে সুবিধা করে উঠতে পারছে না তারা। সাদা পোশাকে সিরিজ জয়ের অপেক্ষা দীর্ঘায়িত হচ্ছে। সর্বশেষ ১০ বছর আগে ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ জিতেছিল অজিরা। তবে এবার শোধ তুলে আক্ষেপ দূর করতে চান বলে জানালেন স্পিনার নাথান লায়ন। 

ভারতের বিপক্ষে সবশেষ ২০১৪-১৫ মৌসুমে বোর্ডার-গাভাস্কার সিরিজ জিতেছিল অস্ট্রেলিয়া। সেই সিরিজে ঘরের মাঠে চার ম্যাচের সিরিজটি ২-০ ব্যবধানে জিতেছিল তারা। এবার হিসেব বদলে দিতে চান লায়ন। কাউন্টি ক্লাব ল্যাঙ্কাশায়ারে খেলছেন ইংলিশ স্পিনার টম হার্টলির সাথে। নিচ্ছেন ভালো করার পরামর্শও।

আরো পড়ুন:

লায়ন বলেছেন, ‘ভারতের সঙ্গে ১০ বছরের হিসাব মেটানো বাকি। অনেক বছর হয়ে গেছে। এবার ঘরের মাঠে জেতার জন্য আমরা মুখিয়ে আছি। ভারত দুর্দান্ত একটি দল। তাদের বিপক্ষে খেলা অত্যন্ত চ্যালেঞ্জিং। তবে এবার সিরিজের ভাগ্য ঘুরিয়ে দিতে এবং ট্রফিটি ফিরে পেতে ক্ষুধার্ত আমি।’

‘মনে হচ্ছে, আমরা কয়েক বছর আগের চেয়ে আলাদা দল। আমরা অস্ট্রেলিয়াকে সেরা দল হিসেবে গড়ে তোলার পথে আছি। অবশ্যই আগের জায়গায় নেই, তবে সেই পথে আছি এবং ভালো কিছুর জন্য ক্রিকেট খেলছি।’- আরও যোগ করেন লায়ন।

অতীতে চার ম্যাচের সিরিজ খেললেও এবার পাঁচ ম্যাচ সিরিজ খেলবে অস্ট্রেলিয়া ও ভারত। আগামী ২২ নভেম্বর পার্থে শুরু হবে সিরিজটি।

ঢাকা/বিজয়

সর্বশেষ

পাঠকপ্রিয়