ঢাকা     শুক্রবার   ১৩ ডিসেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ২৮ ১৪৩১

আবার লা লিগায় ফিরলেন হামেস রদ্রিগেজ

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২৩:০৪, ২৬ আগস্ট ২০২৪   আপডেট: ২৩:১৫, ২৬ আগস্ট ২০২৪
আবার লা লিগায় ফিরলেন হামেস রদ্রিগেজ

দশ বছর আগে ২০১৪ সালে বিশ্বকাপে দারুণ আলো ছড়িয়েছিলেন হামেস রদ্রিগেজ। তার পরপরই কলম্বিয়ান এই স্ট্রাইকারকে দলে ভিড়িয়েছিল রিয়াল মাদ্রিদ। অবশ্য ৩ বছর পরেই তাকে ধারে দেওয়া হয় জার্মানির ক্লাব বায়ার্ন মিউনিখে। সেখান থেকে ২০২০ সালে ফিরলেও রিয়ালে আর থাকা হয়নি। সে বছরই রিয়াল ছেড়ে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব এভারটনে যোগ দেন হামেস।

এরপর কাতারের ক্লাব আল-রাইয়ান, গ্রিসের ক্লাব অলিম্পিয়াকোস এবং ব্রাজিলের ক্লাব সাও পাওলো ঘুরে অবশেষে আবার লা লিগায় ফিরলেন হামেস। ৩৩ বছর বয়সী এই স্ট্রাইকারকে সোমবার (২৬ আগস্ট) দলে ভিড়িয়েছে রায়ো ভায়োকানো। বিনা দলবদল ফিতে তাকে নিয়েছে স্পেনের ক্লাবটি।

হামেসের দারুণ পারফরম্যান্সে ভর করে জুলাইতে কোপা আমেরিকার ফাইনাল খেলেছিল কলম্বিয়া। যদিও আর্জেন্টিনার কাছে হেরে রানার্স-আপ হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছিল তাদের। হামেস একটি গোলের পাশাপাশি ছয়টি গোলে অ্যাসিস্ট করে হয়েছিলেন টুর্নামেন্ট সেরা খেলোয়াড়।

আরো পড়ুন:

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়