শ্রীলঙ্কা-আমিরাত নয়, পাকিস্তানের মাঠেই খেলবে ইংল্যান্ড
তিন ম্যাচের সিরিজ খেলতে আগামী মাসে পাকিস্তান সফর করবে ইংল্যান্ড। এই সিরিজকে সামনে রেখে ভেন্যু জটিলতায় পড়েছিল পাকিস্তান। নিরপেক্ষ ভেন্যুতে সিরিজ আয়োজন নিয়ে কথা হচ্ছিলো। তবে সেটা হচ্ছে না। সিরিজটি পাকিস্তানেই হবে বলে নিশ্চিত করেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভি।
চ্যাম্পিয়ন্স ট্রফির ২০২৫ সালের আসরকে সামনে রেখে ইতোমধ্যেই মাঠে নেমে গেছে পাকিস্তান। এই আয়োজনের অংশ হিসেবে স্টেডিয়ামগুলো সংস্কারের কাজে হাত দিয়েছে পিসিবি। বর্তমানে লাহোর, করাচি কিংবা রাওয়ালপিন্ডি, সবগুলো স্টেডিয়ামের সংস্কার কাজ চলছে। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ ঘরের মাঠে হলে এই কাজ বন্ধ রাখতে হবে।
এমনটা করতে গেলে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করতে গিয়ে বিপাকে পড়তে হতে পারে পিসিবিকে। যে কারণে শুরুতে পুরো সিরিজটি শুরুতে সরিয়ে নিতে চেয়েছিলেন নাকভি। দেশের বাইরে ভেন্যু হিসেবে পছন্দের তালিকায় ছিল শ্রীলঙ্কা এবং সংযুক্ত আরব আমিরাত।
তবে ঘরের মাটিতেই সিরিজ রাখছেন নাকভি। সিরিজের ম্যাচগুলো মুলতান ও রাওয়ালপিন্ডিতে হবে বলে জানিয়েছেন পিসিবি প্রধান। নাকভি বলেন, ‘ইংল্যান্ডের বিপক্ষে হোম টেস্ট সিরিজ মুলতান এবং রাওয়ালপিন্ডিতে অনুষ্ঠিত হবে। আমরা ইংল্যান্ড বোর্ডের সাথে যোগাযোগ করেছি এবং এই সিদ্ধান্তে তারা সন্তুষ্ট।’
সূচি অনুযায়ী, ৭ অক্টোবর মুলতানে শুরু হওয়ার কথা তিন ম্যাচের সিরিজের প্রথম টেস্ট। পরের ম্যাচটি হওয়ার কথা করাচিতে। ১৫ থেকে ১৯ অক্টোবর অনুষ্ঠিত হবে দ্বিতীয় টেস্ট। সিরিজের শেষ টেস্ট খেলার কথা রয়েছে রাওয়ালপিন্ডিতে। এই ম্যাচটি শুরু হবে ২৪ অক্টোবর থেকে।
ঢাকা/বিজয়