ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

শ্রীলঙ্কার বিপক্ষে সর্বনিম্ন রানে অলআউট ইংল্যান্ড

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২৩:২১, ৮ সেপ্টেম্বর ২০২৪  
শ্রীলঙ্কার বিপক্ষে সর্বনিম্ন রানে অলআউট ইংল্যান্ড

তৃতীয় টেস্টের প্রথম ইনিংসে ৩২৫ রান করা ইংল্যান্ড এবার সুবিধা করতে পারলো না। আজ রোববার (০৮ সেপ্টেম্বর) তৃতীয় দিনে দ্বিতীয় ইনিংসে তারা মাত্র ১৫৬ রানে অলআউট হয়েছে। যা ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে তাদের সর্বনিম্ন দলীয় সংগ্রহ। প্রথম ইনিংসে ৬৩ রানে লিড পাওয়ায় তারা শ্রীলঙ্কাকে ২১৯ রানের টার্গেট দিতে পেরেছে।

ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসে ধস নামান লঙ্কান পেস চতুষ্টয় লাহিরু কুমারা, বিশ্ব ফার্নান্দো, আসিথা ফার্নান্দো ও মিলান রত্নায়েকে। তারা চারজনে নেন ইংলিশদের ১০টি উইকেট। তার মধ্যে লাহিরু ৪টি, বিশ্ব ৩টি ও আসিথা ২টি। অপর উইকেটটি নেন মিলান।

আরো পড়ুন:

ব্যাট হাতে এই ইনিংসে ইংল্যান্ডের জেমি স্মিথ করেন সর্বোচ্চ ৬৭ রান। দ্বিতীয় সর্বোচ্চ ৩৫ রান করেন ড্যান লরেন্স। এছাড়া জো রুট ১২ ও ওলি স্টোন করেন ১০ রান। বাকিদের কেউ দুই অঙ্কের কোটা ছুঁতে পারেননি।

এ রিপোর্ট লেখা পর্যন্ত ১ উইকেট হারিয়ে ৬৩ রান তুলেছে শ্রীলঙ্কা। আর ১৫৬ রান করে জিতে শেষটা রাঙাতে পারে কিনা তারা দেখার বিষয়।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়