ঢাকা     সোমবার   ০৭ অক্টোবর ২০২৪ ||  আশ্বিন ২২ ১৪৩১

জার্মানি-নেদারল্যান্ডসের ম্যাচে কেউ জিতেনি

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৫৮, ১১ সেপ্টেম্বর ২০২৪   আপডেট: ১২:৫৯, ১১ সেপ্টেম্বর ২০২৪
জার্মানি-নেদারল্যান্ডসের ম্যাচে কেউ জিতেনি

উয়েফা নেশন্স লিগে মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) দিবাগত রাতে মুখোমুখি হয়েছিল নেদারল্যান্ডস ও জার্মানি। হাইভোল্টেজ এই ম্যাচে কেউ জয় পায়নি। ২-২ গোলের সমতায় পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে উভয় দল।

উভয় দল প্রথম ম্যাচে জয় পেয়েছিল। পরের ম্যাচটি ড্র করে ৪ পয়েন্ট নিয়ে ‘এ৩’ গ্রুপের পয়েন্ট টেবিলে জার্মানি শীর্ষে ও নেদারল্যান্ডস আছে দ্বিতীয় স্থানে।

ঘরের মাঠে নেদারল্যান্ডস অবশ্য শুরুতেই এগিয়ে গিয়েছিল। ম্যাচের দ্বিতীয় মিনিটেই তিজানি রেইজেন্ডারস গোল করেন। ৩৮ মিনিটের মাথায় জার্মানির ডেনিজ উনদাভ গোল করে সমতা ফেরান। শুধু তাই নয়, ৪৫+৩ মিনিটের মাথায় অধিনায়ক জশুয়া কিমিখের গোলে লিডও নেয় তারা। তার গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় জার্মানরা।

আরো পড়ুন:

অবশ্য বিরতির পর সমতা ফেরাতে বেশি সময় নেয়নি নেদারল্যান্ডর। ম্যাচের ৫০ মিনিটের মাথায় ডেঞ্জেল ডামফ্রিস গোল করে সমতা ফেরান। এই সমতা নিয়েই শেষ হয় ম্যাচ।

আগামী মাসে তৃতীয় ম্যাচে জার্মানি লড়বে বসনিয়া হার্জেগোভিনার বিপক্ষে। আর নেদারল্যান্ডস লড়বে হাঙ্গেরির বিপক্ষে।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়