ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

পাকিস্তানের ১১ অ্যানালিস্ট বরখাস্ত

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:০৫, ১২ সেপ্টেম্বর ২০২৪   আপডেট: ১৫:১০, ১২ সেপ্টেম্বর ২০২৪
পাকিস্তানের ১১ অ্যানালিস্ট বরখাস্ত

পাকিস্তান ক্রিকেট বোর্ড তাদের ১১ ডেটা ও ভিডিও অ্যানালিস্টকে বরখাস্ত করেছে। বুধবার (১১ সেপ্টেম্বর) এক বিশেষ সভার পর বোর্ড প্রধান মোহসীন নাকভি তাদের বরখাস্তের আদেশ দেন।

মূলত ‘পারফরম্যান্স স্ট্যান্ডার্ড’ মেটাতে না পারায় তাদের বরখাস্ত করা হয়। একটি মূল্যায়ন পরীক্ষার পরই তাদের ছাটাই করার সিদ্ধান্ত হয়।

আরো পড়ুন:

সম্প্রতি অ্যানালিস্টদের পারফরম্যান্স মূল্যায়নের জন্য একটি কমিটি গঠন করে পিসিবি। সেই কমিটি ২৬ জন অ্যানালিস্টের পরীক্ষা ও অন্যান্য প্রক্রিয়ার মাধ্যমে মূল্যায়ন করেন। সেখানে ১১ জন উত্তীর্ণ হতে পারেননি। সে কারণে আন্ডারপারফর্মিং অ্যানালিস্ট হিসেবে তাদের ছাটাই করা হয়।

মূল্যায়ন পরীক্ষায় উত্তীর্ণ হওয়া ১৫ জনকে পিসিবির বিভিন্ন দলের অ্যানালিস্ট হিসেবে পুনঃনিয়োগ দেওয়া হয়েছে।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়