ঢাকা     শনিবার   ০৬ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

এবার ৫ উইকেট নিলেন সাকিব

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৫৪, ১২ সেপ্টেম্বর ২০২৪   আপডেট: ১৮:০৮, ১২ সেপ্টেম্বর ২০২৪
এবার ৫ উইকেট নিলেন সাকিব

কাউন্টি ক্রিকেট ১৩ বছর পর খেলতে গিয়ে বল হাতে ঘূর্ণি জাদু দেখাচ্ছেন সাকিব আল হাসান। কাউন্টি চ্যাম্পিয়নশিপের প্রথম বিভাগের ম্যাচে সামারসেটের বিপক্ষে সারের হয়ে প্রথম ইনিংসে নিয়েছিলেন ৪ উইকেট।

এরপর দ্বিতীয় ইনিংসে বুধবার ৪ উইকেট নিয়ে তৃতীয় দিন শেষ করেছিলেন। অপেক্ষায় ছিলেন ফাইফারের। অবশ্য সেই অপেক্ষা ঘোচাতে বেশি সময় নেননি সাকিব। আজ বৃহস্পতিবার চতুর্থ দিনের শুরুতেই সামারসেটের শেষ ব্যাটসম্যান টম ব্যান্টনকে বোল্ড করে ৯৬ রানে ৫ উইকেট ঝুলিতে পোরেন। এর মধ্য দিয়ে দুই ইনিংসে ১৯৩ রান দিয়ে ৯ উইকেট নেন সাকিব। যা কাউন্টি ক্যারিয়ারে তার সেরা সাফল্য। এর আগে ২০১০ সালে কাউন্টিতে উরস্টারশায়ারের হয়ে মিডলসেক্সের বিপক্ষে দুই ইনিংসে ৮ উইকেট নিয়েছিলেন তিনি।

আরো পড়ুন:

এ নিয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে ২৫ বার ৫ উইকেট শিকারের কীর্তি গড়লেন বিশ্বসেরা অলরাউন্ডার।

তার অসাধারণ বোলিংয়ে সারের জয়ের সম্ভাবনা জেগেছে। সাকিবের বোলিং তোপে সামারসেট দ্বিতীয় ইনিংসে ৬৩.৩ ওভারে ২২৪ রানে অলআউট হয়ে যায়। প্রথম ইনিংসে ৪ রানের লিড পাওয়ায় সারের সামনে জয়ের লক্ষ্যমাত্রা দাঁড়িয়েছে ২২১ রান। যা করতে হবে ৭৬ ওভারে।

কাউন্টির দল সারে তাদের স্পিন বিভাগকে শক্তিশালী করতে মাত্র এক ম্যাচের জন্য দলে ভিড়িয়েছিল সাকিব আল হাসানকে। যে প্রত্যাশা নিয়ে তাকে দলে ভেড়ানো হয়েছিল দুই ইনিংসে ৯ উইকেট নিয়ে সেটা পুরোপুরি মিটিয়েছেন সাকিব। এই ম্যাচ খেলে বাংলাদেশ জাতীয় দলের সঙ্গে রোববার ভারতে যোগ দিবেন তিনি। খেলবেন দুই ম্যাচের টেস্ট সিরিজ।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়