ঢাকা     শুক্রবার   ১১ অক্টোবর ২০২৪ ||  আশ্বিন ২৬ ১৪৩১

চিপকের আকাশে উঁকি দিচ্ছে মেঘ, দেখা মিললো অপরূপ দৃশ্যের  

ক্রীড়া প্রতিবেদক, চেন্নাই থেকে  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৪২, ১৯ সেপ্টেম্বর ২০২৪   আপডেট: ০৯:৫৭, ১৯ সেপ্টেম্বর ২০২৪
চিপকের আকাশে উঁকি দিচ্ছে মেঘ, দেখা মিললো অপরূপ দৃশ্যের  

মাঠে এসে ব্যস্ত হয়ে পড়েন নাজমুল হোসেন শান্তরা। তাসকিন আহমেদ-নাহিদ রানারা নিচ্ছিলেন বোলিংয়ের প্রস্তুতি। সাকিব আল হাসানকে দেখা গেছে ব্যাটিং কোচ ডেবিড হেম্পকে নিয়ে ব্যাটিংয়ে যেতে। আরেক পাশে রোহিত শর্মা-বিরাট কোহলিরা গা গরমে ব্যস্ত। 

সবকিছুই ঠিকঠাক, কিন্তু শুধু আকাশের মনটা যেন ভালো নেই। সকাল থেকেই উঁকি দিচ্ছে মেঘ। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) চেন্নাইয়ের এম এ চিদাম্বরম স্টেডিয়াম তথা চিপকের আকাশ মেঘে ভরা। যেন এই নামছে ঝুম বৃষ্টি।

আরো পড়ুন:

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে গত কয়েকদিনের আবহাওয়ার সঙ্গে এটির কোনো মিল নেই। অর্থাৎ এই কয়দিন এমন আবহাওয়া ছিল না। এমন আকাশ দেখে দর্শকরা যেন কিছুটা শঙ্কিত।

বাংলাদেশ থেকে আসা একজন দর্শক জানান, ‘ভারতের বিপক্ষে আমাদের শুরুটা গুরুত্বপূর্ণ। তবে বৃষ্টি নামলে কি হয় বলা যায় না। আমি অবশ্যই চাই বৃষ্টি যেন না নামে।’

আকাশে মেঘের ঘনঘটা দেখা গেলেও সাত সকালে চিপকে দেখা মেলে এক অপরূপ দৃশ্যের। ৯ নাম্বার গেট সংলগ্ন টিকিট কাউন্টারে টিকিটের লম্বা লাইন। এই প্রতিবেদন লেখা পর্যন্ত লাইনের আকার শুধু বাড়ছে। টেস্ট ক্রিকেটে বাংলাদেশে এমন দৃশ্য দেখা যায় না বললেই চলে। 

চেন্নাই/রিয়াদ/বিজয়


সর্বশেষ

পাঠকপ্রিয়