ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

চীপকেই তিন’শ ছুঁতে চান জাদেজা

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৩৩, ২০ সেপ্টেম্বর ২০২৪  
চীপকেই তিন’শ ছুঁতে চান জাদেজা

লিটন দাশ এমন কিছু করবেন তা হয়তো কল্পনাও করতে পারেননি রবীন্দ্র জাদেজা। বল খানিকটা পুরোনো হতে শুরু করেছে। রোহিত সুযোগ বুঝে অশ্বিনের পর জাদেজার হাতেও বল তুলে দেন। নিজের চতুর্থ ওভারেই বাঁহাতি স্পিনার পেয়ে যান সাফল্য। লিটনের জন্য ফাঁদ পেতেছিল ভারত। কিছুদিন আগে পাকিস্তানের বিপক্ষে দেড়’শ রানের ইনিংস খেলেছিলেন। আজও দলের বিপর্যয়ে দৃষ্টিনন্দন কয়েকটি শটে আলো ছড়াচ্ছিলেন।

তাকে থামাতে ডিপ স্কয়ার লেগে মাত্র একজন ফিল্ডার রেখে অনসাইডে পুরো প্রহরী দিয়ে আটকে দেয় ভারত। জাদেজাও অফস্টাম্পের বাইরে বোলিং করতে থাকেন। রান নিতে লিটনের তর সইছিল না। তাইতো অফস্টাম্পের বাইরের বল স্লগ সুইপ করলেন। বল ব্যাটের উপরিভাগে লেগে ক্যাচ যায় সীমানায় থাকা একমাত্র ফিল্ডার ধ্রুব জুরেলের হাতে। ৪২ বলে ২২ রান করে লিটন ফেরেন সাজঘরে।

আরো পড়ুন:

এরপর সাকিবকে রিভার্স সুইপ করার আমন্ত্রণ জানিয়ে তাকেও সাজঘরের পথ দেখান জাদেজা। ২৯৪ উইকেট নিয়ে এই টেস্ট শুরু করেছিলেন জাদেজা। ২ উইকেট নিয়ে সংখ্যাটা আরও বাড়িয়ে নিয়েছেন। তার নজর তিন’শ উইকেটে। চীপকেই টেস্ট ক্রিকেটে তিন’শ উইকেটের মাইলফলক ছুঁতে চান বাঁহাতি স্পিন অলরাউন্ডার।

দ্বিতীয় দিনের খেলা শেষে প্রোডাকশনে দেওয়া সাক্ষাৎকারে জাদেজা বলেছেন, ‘নিজের বোলিং নিয়ে খুশি। সুযোগ রয়েছে টেস্ট ক্রিকেটে আমার তিন’শ উইকেট এই মাঠে নেওয়ার। অবশ্যই চেষ্টা করবো।’ 

বোলিংয়ে ২ উইকেট নেওয়ার আগে জাদেজা ব্যাটিংয়ে ৮৬ রানের ঝকঝকে ইনিংস খেলেন। সেঞ্চুরির সুযোগ ছিল। কিন্তু শুক্রবার দিনের শুরুতে তাসকিনের লাফিয়ে উঠা বলে ব্যাট সরাতে না পেরে উইকেটের পেছনে ক্যাচ দেন। তাতে ভেঙে যায় তার ও অশ্বিনের করা ১৯৯ রানের জুটি। সেঞ্চুরি না পেলেও নিজের ব্যাটিং নিয়ে সন্তুষ্ট জাদেজা, ‘আউট হয়েছি…আসলে এটা হতেই পারে। নিত্যনৈমত্তিক ব্যাপার। উইকেট ব্যাটিংয়ের জন্য ভালো ছিল। পেসারদের জন্য সহায়তা আছে।’

দলকে বিপদ থেকে উদ্ধার করে বড় পুঁজি এনে দিতে অশ্বিনের সঙ্গে জাদেজার জুটি ছিল অনবদ্য। অশ্বিন সেঞ্চুরি পেয়েছেন। নিজেদের জুটি নিয়ে জাদেজা বলেছেন, ‘অশ্বিনের কোনো উপদেশের প্রয়োজন হয় না। আমি কেবল তাকে বলেছি, আমরা কোনো ভুল সিদ্ধান্ত নেব না। কারণ, উইকেট ব্যাটিংয়ের জন্য ভালো ছিল। আমরা কেবল সিঙ্গেল নেব। জোরে দৌড়ে দুই রান নেওয়ার প্রয়োজন নেই আমাদের। খুব ভালো খেলেছে সে। ঘরের মাঠে তার খেলা অসাধারণ ইনিংস।’

ইয়াসিন/আমিনুল

সর্বশেষ

পাঠকপ্রিয়