ঢাকা     সোমবার   ০৪ নভেম্বর ২০২৪ ||  কার্তিক ২০ ১৪৩১

১০ মাস পর বল করলেন মার্শ

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৪৪, ২৭ সেপ্টেম্বর ২০২৪   আপডেট: ২২:৪৫, ২৭ সেপ্টেম্বর ২০২৪
১০ মাস পর বল করলেন মার্শ

অস্ট্রেলিয়ার বর্তমান অধিনায়ক মিচেল মার্শ সবশেষ ভারতে অনুষ্ঠিত ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে বল করেছিলেন অস্ট্রেলিয়ার হয়ে। এরপর ২০২৪ আইপিএল খেলার সময় হ্যামস্ট্রিংয়ের ইনজুরিতে পড়েন। সে কারণে গেল ৬ মাস তিনি আর বল হাতে নেননি।

আজ শুক্রবার (২৭ সেপ্টেম্বর) ইংল্যান্ডের বিপক্ষে চতুর্থ ওয়ানডের আগে ছিটকে যান অজিদের আরেক পেস অলরাউন্ডার ক্যামেরুন গ্রিন। সে কারণে ১০ মাস ৮ দিন পর আজ অস্ট্রেলিয়ার জার্সি গায়ে বল হাতে তুলে নেন মার্শ। অবশ্য দ্বিতীয় ওভারেই পেয়ে যান সাফল্য। তার বলে ব্যাকওয়ার্ড পয়েন্টে মার্নাস ল্যাবুশেনের হাতে ক্যাচ দিয়ে আউট হন ইংল্যান্ডের উপরের সারির ব্যাটসম্যান উইল জ্যাকস (১০)।

অবশ্য গেল ছয় মাসে অস্ট্রেলিয়া তাদের দলে বেশ কয়েকজন অলরাউন্ডার পেয়েছে। সে কারণে মার্শের বোলিং তাদের প্রয়োজন হয়নি। তবে ভারতের বিপক্ষে আসন্ন পাঁচ ম্যাচ টেস্ট সিরিজে নিঃসন্দেহে মার্শের বোলিংয়ের প্রয়োজন হবে অস্ট্রেলিয়ার। ইনজুরিতে পড়া গ্রিন যদি নভেম্বরের আগে সেরে উঠতে না পারেন তাহলে অজিদের দলে একমাত্র পেস অলরাউন্ডার হিসেবে থাকবেন মার্শ।

আরো পড়ুন:

মার্শের নেতৃত্বে ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম দুটি জিতে ২-১ ব্যবধানে এগিয়ে আছে অস্ট্রেলিয়া। আজ চতুর্থ ম্যাচে জয় পেলে এক ম্যাচ আগেই সিরিজ জয় নিশ্চিত হবে সফরকারীদের। আর ইংল্যান্ড জিতলে সিরিজ ফিরবে সমতা। সেক্ষেত্রে রোববারের পঞ্চম ম্যাচটি অলিখিত ফাইনালে পরিণত হবে।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়