ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

এল ক্লাসিকোর আগে রিয়ালকে হুমকি ইয়ামালের

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৩০, ২৪ অক্টোবর ২০২৪  
এল ক্লাসিকোর আগে রিয়ালকে হুমকি ইয়ামালের

স্প্যানিশ ফুটবলের অন্যতম জমজমাট লড়াই ‘এল ক্লাসিকো’। স্পেনের দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার মধ্যকার এই লড়াই চলে আসছে দীর্ঘ সময় ধরে। এল ক্লাসিকোর আঁচ টের পাওয়া যায় দুই দলের খেলোয়াড়দের কথার লড়াইয়েও। চলতি মৌসুমের প্রথম এল ক্লাসিকোর আগে যেমন রিয়ালকে হুমকি দিয়ে রেখেছেন বার্সেলোনার তরুণ ফরোয়ার্ড লামিনে ইয়ামাল। 

বার্সেলোনা বর্তমানে উড়ন্ত ফর্মে আছে। সবশেষ দুই ম্যাচে গোলের বন্যা বইয়ে দিয়েছে হ্যান্সি ফ্লিকের শিষ্যরা। সেভিয়া ও বায়ার্ন মিউনিখের বিপক্ষে দুই ম্যাচে তারা প্রতিপক্ষের জাল দিয়েছে নয় গোল। সেভিয়ার জালে পাঁচ গোলের পর চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্নের জালে বল পাঠিয়েছে চারবার। 

আরো পড়ুন:

এল ক্লাসিকোয় রিয়ালের মুখোমুখি হওয়ার আগে পুরো দলের এমন পারফর্ম্যান্স বার্সেলোনাকে উজ্জীবিত করবে নিশ্চিত। ইয়ামালের কথাতেই সেটা ফুটে উঠলো, ‘এল ক্লাসিকো? ম্যাচের আগে আমরা খুবই আত্মবিশ্বাসী হয়ে আছি। আমরা বিশ্বাস করি আমরা বিশ্বের সেরা দল (ক্লাব)। আশা করি, মাঠেও সেটা প্রমাণ করবো। আমরা আমাদের সর্বোচ্চ শক্তি দিয়েই লড়বো। সেরা দলটাই জিতবে।’

বায়ার্নের বিপক্ষে জয় নিয়ে ইয়ামাল বলেন, ‘এই সপ্তাহে বায়ার্নকে ৪-১ গোলে হারানোটা খুবই গুরুত্বপূর্ণ ছিল। এই মৌসুমে আমরা খুব ভালো করছি। কিন্তু চ্যাম্পিয়ন্স লিগে এলেই সবসময় ভুলভাল হয়ে যায়। আমরা একটা চমৎকার দল। সেটা আমরাও আবারও দেখালাম।’

বার্সেলোনা বর্তমানে ১০ ম্যাচ শেষে ২৭ পয়েন্ট নিয়ে লা লিগার টেবিলে শীর্ষে আছে। দ্বিতীয় স্থানে থাকা রিয়ালের সঙ্গে তাদের পয়েন্টের ব্যবধান ৩। এল ক্লাসিকোয় এই পয়েন্টের ব্যবধান ঘুচে যেতে পারে কিংবা বার্সেলোনা আরও এক কদম এগিয়ে যেতে পারে। সেদিকে নজর রেখেই সান্তিয়াগো বার্নাব্যুতে শনিবার (২৬ অক্টোবর) লা লিগায় রিয়ালের মুখোমুখি হবে বার্সেলোনা।

ঢাকা/বিজয়

সর্বশেষ

পাঠকপ্রিয়