ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বাড়তি মনোযোগ দেওয়ার তাগিদ মারুফার

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:২০, ২৮ নভেম্বর ২০২৪  
বাড়তি মনোযোগ দেওয়ার তাগিদ মারুফার

আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে প্রাপ্তির সবকিছু্ই পেয়েছে বাংলাদেশ। ওয়ানডেতে নিজেদের সর্বোচ্চ রান। সর্বোচ্চ রান ব্যবধানে জয়। ব্যাটিংয়ে আশানুরূপ পারফরম্যান্স। বোলিংয়ে চিরচেনা ধার। ফিল্ডিংটাও আঁটসাঁট। তিন ম্যাচ সিরিজ যেভাবে শুরু করতে চেয়েছিল স্বাগতিকরা, মিরপুরে সেভাবেই পেরেছে।

লক্ষ্যটা কেবল প্রথম ম্যাচেই ছিল না। সিরিজ জয়ে চোখ টাইগ্রেসদের। এজন্য শেষ দুই ওয়ানডেতেও বাড়তি মনোযোগ রাখার কথা বললেন দলের পেসার মারুফা আক্তার। সিরিজ জয়ের পথে বাধা হতে পারে এমন কিছু নিজেদের মাঝে আনতে চান না দ্রুতগতির বোলার। 

আরো পড়ুন:

বিসিবির পাঠানো ভিডিও বার্তায় মারুফা বলেছেন, ‘‘আমরা ওয়ান বাই ওয়ান চিন্তা করতেছি। প্রথম ম্যাচ জিতেছি। এখন আমাদের দ্বিতীয় ম্যাচ লক্ষ্য। ওটাতে জিতলে তৃতীয় ম্যাচ নিয়ে চিন্তা করবো। আমরা পুরো আত্মবিশ্বাস নিয়ে প্রথম ম্যাচ জিতেছি। ইনশাআল্লাহ দ্বিতীয় ম্যাচ জিতবো। এভাবে ওয়ান বাই ওয়ান ম্যাচ জিতলে সিরিজ জিতবো।’’

আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ৪ উইকেটে ২৫২ রান করে বাংলাদেশ নারী ক্রিকেট দল। যা ওয়ানডেতে বাংলাদেশের সর্বোচ্চ। বোলিংয়ে একই দাপট অব্যাহত রেখে বাংলাদেশ আইরিশ নারীদের আটকে দেয় ৯৮ রানে। নিগার সুলতানার দল জয় পায় ১৫৪ রানে, যা বাংলাদেশের সবচেয়ে বড় জয় রানের ব্যবধানে। 

আয়ারল্যান্ড দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়াতে শক্তভাবে মরিয়া হয়ে আক্রমণ করবে তা জানা মারুফার। এজন্য সজাগ থাকার কথা বললেন, ‘‘সহজ বলতে ওরাও যেহেতু হেরেছে, ওরাও অনেক ভালোভাবে টার্গেট করবে আমাদের। আমাদের আরও বেশি চিন্তা করতে হবে ওরা কোন কোন দিক থেকে দুর্বল, কোন দিক থেকে ভালো খেলছে। এদিকে একটু বেশি ফোকাস দিতে হবে। শুধু ছোটখাটো ভুলের কারণে, আমরা যেগুলো করি, ওখানে ওরা রান বের করছে। পরের ম্যাচে ভালোভাবে সেগুলো শুধরে নেব। আমাদের আরও বেশি মনোযোগ দিতে হবে, ব্যাটিং, বোলিং, ফিল্ডিংয়ে।’’

মারুফার বাড়তি মনোযোগ দেওয়ার কারণও আছে। আগামী বছরের ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার আশা বাঁচিয়ে রাখতে হলে আইসিসি উইমেন্স চ্যাম্পিয়নশিপে সেরা ছয়ে থাকতে হবে বাংলাদেশকে। এজন্য দ্বিপাক্ষিক সিরিজে জয় খুব জরুরি।

এই সিরিজে বাংলাদেশ পূর্ণ ৬ পয়েন্টে চোখ রেখেছে। ২ পয়েন্ট এরই মধ্যে নিশ্চিত হয়েছে। আরও ৪ পয়েন্টের হাতছানি। কোনোভাবেই তা হারাতে চায় না দল। শুক্রবার সকাল ১০টায় বাংলাদেশ এবং দুপুর ২টা ৩০ মিনিটে আয়ারল্যান্ড নারী ক্রিকেট দল মিরপুরের একাডেমি মাঠে অনুশীলন করবে। শনিবার সকাল ১০টায় দুই দল দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে।

ঢাকা/ইয়াসিন/আমিনুল

সর্বশেষ

পাঠকপ্রিয়