বড় জয়ে দ্বিতীয় স্থানে দ. আফ্রিকা
শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে ২৩৩ রানের বড় জয় পেয়েছে দক্ষিণ আফ্রিকা। আজ শনিবার চতুর্থ দিনের দ্বিতীয় সেশনে শ্রীলঙ্কা ২৮২ রানে অলআউট হয়ে যায়। তাতে ২৩৩ রানে জয় পায় প্রোটিয়ারা।
এই জয়ে আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে উঠে এসেছে তারা। ৯ ম্যাচের ৫টিতে জিতে, ১টিতে ড্র করে ও ৩টিতে হেরে ৬৪ পয়েন্ট ও ৫৯.২৬ শতাংশ জয় নিয়ে তারা অবস্থান নিয়েছে দ্বিতীয় স্থানে। ভারত ১৫ ম্যাচ খেলে ৯টিতে জিতে, ১টিতে ড্র করে ও ৫টিতে হেরে ১১০ পয়েন্ট ও ৬১.১১ শতাংশ জয় নিয়ে ভারত আছে শীর্ষে।
প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকা ১৯১ রান করে। জবাবে শ্রীলঙ্কা তাদের টেস্ট ক্রিকেটের ইতিহাসে সর্বনিম্ন ৪২ রানে অলআউট হয়ে যায়। এরপর স্বাগতিকরা দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ট্রিস্টান স্টাবস ও টেম্বা বাভুমার সেঞ্চুরিতে ভর করে ৫ উইকেটে ৩৬৬ রান করে ইনিংস ঘোষণা করে। তাতে শ্রীলঙ্কার সামনে ৫১৬ রানের বিশাল টার্গেট দাঁড়ায়।
সেই টার্গেট তাড়া করতে নেমে ১০১ রানেই ৫ উইকেট হারিয়ে বসে শ্রীলঙ্কা। শেষ পর্যন্ত ১০৩ রান তুলে তৃতীয় দিন শেষ করে সফরকারীরা।
আজ শনিবার চতুর্থ দিনে প্রতিরোধ গড়েন দিনেশ চান্দিমাল ও ধনঞ্জয়া ডি সিলভা। ষষ্ঠ উইকেটে তারা দুজন ৯৫ রান যোগ করে দলীয় সংগ্রহে। ১৯৬ রানের মাথায় ধনঞ্জয়া আউট হন ৯ চার ও ১ ছক্কায় ৫৯ রান করে।
সেখান থেকে চান্দিমাল ও কুসল মেন্ডিস ৭৫ রানের জুটি গড়ে দলীয় সংগ্রহকে নিয়ে যান ২৭১ পর্যন্ত। এই রানে চান্দিমাল আউট হন ১২ চারে সর্বোচ্চ ৮৩ রান করে।
এরপর অবশ্য অলআউট হতে বেশি সময় নেয়নি শ্রীলঙ্কা। ২৭১ থেকে ২৮২ রানে যেতেই যবনিকাপাত ঘটে তাদের দ্বিতীয় ইনিংসের।
বল হাতে এবার মার্কো জানসেন ৭৩ রান দিয়ে ৪টি উইকেট নেন। প্রথম ইনিংসে মাত্র ১৩ রানে ৭ উইকেট নিয়েছিলেন। মোট ১১ উইকেট নিয়ে ম্যাচসেরাও হন তিনি। এছাড়া কাগিসু রাবাদা, জেরাল্ড কোয়েৎজে ও কেশভ মহারাজ ২টি করে উইকেট নেন।
ঢাকা/আমিনুল