ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

জানুয়ারিতেই বিদায় বলবেন রোহিত

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:২১, ১ জানুয়ারি ২০২৫  
জানুয়ারিতেই বিদায় বলবেন রোহিত

রোহিত শর্মার সময়টা ভালো যাচ্ছে না। টেস্ট র‌্যাংকিংয়ে তিনি নেমে গেছেন ৪০তম স্থানে। যা তার ক্যারিয়ারের সর্বনিম্ন। তার নেতৃত্বে দলও হেরে চলছে অস্ট্রেলিয়া সফরে। সবকিছু মিলিয়ে চাপে আছেন রোহিত। ভারত সিরিজে ২-১ ব্যবধানে পিছিয়ে রয়েছে। এমন সময় গুঞ্জন উঠেছে শুক্রবার থেকে সিডনিতে শুরু হওয়া পঞ্চম ও শেষ টেস্ট খেলে বিদায় বলবেন তিনি।

মূলত সিডনি টেস্ট জিতলে ভারতের সুযোগ থাকবে আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার। কিন্তু ভারত যদি হেরে যায় তাহলে ছিটকে যাবে তারা ফাইনালের দৌড় থেকে। সেক্ষেত্রে নিশ্চয়ই কাঠগড়ায় দাঁড়িয়ে যাবেন রোহিত। সেই দায়ভার কাঁধে নিয়ে তিনি যদি এখানেই লংগার ভার্সনের ইতি টেনে দেন তাহলে অবাক হওয়ার কিছু থাকবে না।

আরো পড়ুন:

এছাড়া ভারতের ড্রেসিংরুমেও বিরাজ করছে অস্থিরতা। কোচ গৌতম গম্ভীরের সঙ্গে তৈরি হয়েছে মনোমালিন্য। তাতেও মোটামুটি অস্বস্তিতে আছেন রোহিত।

অবশ্য চলতি বছরের জুলাইয়ের আগ পর্যন্ত ভারতের আর কোনো টেস্ট সিরিজ নেই। জুলাইয়ে ইংল্যান্ড সফরে যাবে ভারত দল। খেলবে পাঁচ ম্যাচ টেস্ট সিরিজ।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়