কোয়ার্টার ফাইনালে লিগানেসকে পেল রিয়াল, ভ্যালেন্সিয়াকে বার্সা

স্প্যানিশ কোপা ডেল রের শেষ আট তথা কোয়ার্টার ফাইনালের ড্র অনুষ্ঠিত হয়েছে। সোমবার অনুষ্ঠিত ড্র’তে বার্সেলোনা পেয়েছে ভ্যালেন্সিয়াকে। অন্যদিকে রিয়াল মাদ্রিদ পেয়েছে লিগানেসকে। এছাড়া অ্যাটলেটিকো মাদ্রিদ খেলবে গেটাফের বিপক্ষে। আর রিয়াল সোসিয়েদাদ লড়বে ওসাসুনার সঙ্গে।
ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে কোয়ার্টার ফাইনালের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। যেটা শুরু হবে ৩ ফেব্রুয়ারি থেকে। বিজয়ী দল দুই লেগের সেমিফাইনালে উত্তীর্ণ হবে।
সেক্ষেত্রে সেমিফাইনাল কিংবা ফাইনালে দেখা হতে পারে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের। অর্থাৎ ফুটবলপ্রেমীরা নতুন বছরের দ্বিতীয় মাসেই আরও একটি ‘এল ক্লাসিকো’ দেখার সুযোগ পাবেন। এছাড়া মাদ্রিদ ডার্বি হওয়ারও সমূহ সম্ভাবনা রয়েছে।
কোপা ডেল রে’র কোয়ার্টার ফাইনালের মুখোমুখি যারা:
ভ্যালেন্সিয়া বনাম বার্সেলোনা
লিগানেস বনাম রিয়াল মাদ্রিদ
অ্যাটলেটিকো মাদ্রিদ বনাম গেটাফে
রিয়াল সোসিয়েদাদ বনাম ওসাসুনা।
ঢাকা/আমিনুল