ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

অর্শদীপ সিং ২০২৪ সালের টি-টোয়েন্টি বর্ষসেরা ক্রিকেটার

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৫৬, ২৫ জানুয়ারি ২০২৫   আপডেট: ২১:০০, ২৫ জানুয়ারি ২০২৫
অর্শদীপ সিং ২০২৪ সালের টি-টোয়েন্টি বর্ষসেরা ক্রিকেটার

অর্শদীপ সিং ছিলেন আইসিসির ঘোষিত ২০২৩ সালের বর্ষসেরা টি-টোয়েন্টি দলে। গতবছর (২০২৪ সালে) ভারতকে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতানোর পেছনে অসামান্য অবদান রাখেন এই বাঁহাতি পেসার। তার স্বীকৃতিস্বরূপ আজ (২৫ জানুয়ারি, ২০২৫) ২০২৪ সালের টি-টোয়েন্টিতে বর্ষসেরা ক্রিকেটারের মর্যাদা পেলেন অর্শদীপ।

২০২৪ সালে ১৮টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলেছিলেন অর্শদীপ। এই বাঁহাতি পেসার ৩৬টি উইকেট শিকার করেছেন ১৩.৫০ গড়ে। প্রতি ম্যাচে গড়ে পেয়েছেন ২টি করে উইকেট। কুড়ি ওভারের ক্রিকেটে সাধারণত ব্যাটসম্যানরাই দাপট দেখান। সেখানে অর্শদীপ ব্যাটারদের উপর দাপট দেখিয়েছেন।

আরো পড়ুন:

গত টি-টোয়েন্টি বিশ্বকাপেও অনবদ্য পারফর্ম করেন তিনি। আটটি ম্যাচে নেন ১৭টি উইকেট। যুক্তরাষ্ট্রের বিপক্ষে ৪ উইকেট নিয়েছিলেন মাত্র ৯ রান খরচ করে। বিশেষ করে ইনিংসের শেষ দিকের ওভারগুলিতে অর্শদীপের হাতে বল তুলে দিয়ে নিশ্চিত থেকেছেন রোহিত শর্মা। ফাইনাল ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৩০ বলে যখন ডিফেন্ড করার জন্য মাত্র ৩০ রান ছিল, তখন জাসপ্রীত বুমরাহর সাথে জুটি বেঁধে দারুণ বোলিং করেছিলেন আর্শদীপ।

ভারতের প্রথম বোলার হিসাবে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে ১০০ উইকেটের মাইলফলকের সামনে অর্শদীপ (৯৮)। ইডেনে ইংল্যান্ডের বিপক্ষে এই মুহূর্তে চলমান দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে এখন পর্যন্ত ১ উইকেট নিয়ে 'উইকেটের সেঞ্চুরি' থেকে আছেন দুই কদম দূরে। এই বাঁহাতি পেসার ইডেনে চলমান সিরিজের প্রথম ম্যাচে ১ উইকেট নিয়ে পেছনে ফেলেছেন যুজবেন্দ্র চাহালকে। কুড়ি ওভারের সংস্করণে ভারতের সর্বোচ্চ উইকেট শিকারী এখন আর্শদীপ। 

ঢাকা/নাভিদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়