ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

লেস্টার থেকে শেফিল্ডে যোগ দিলেন বাংলাদেশের হামজা

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:০২, ২৮ জানুয়ারি ২০২৫  
লেস্টার থেকে শেফিল্ডে যোগ দিলেন বাংলাদেশের হামজা

ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব লেস্টার সিটিতে হামজা চৌধুরীর চুক্তির মেয়াদ এখনও আড়াই বছর রয়েছে। তবে চলতি মৌসুমে খুব একটা দলে সুযোগ পাচ্ছেন না তিনি। কেবল ছয়টি ম্যাচে মাঠে নেমেছেন এবার। লেস্টারের বর্তমান কোচ রুদ ফন নিস্তেলরুইর পরিকল্পনায় খুব একটা থাকছেন না হামজা। সে কারণে তাকে দ্বিতীয় বিভাগের দল শেফিল্ড ইউনাইটেডে ধারে খেলতে পাঠাচ্ছে লেস্টার সিটি। আজ মঙ্গলবার (২৮ জানুয়ারি, ২০২৫) লেস্টার থেকে আনুষ্ঠানিকভাবে শেফিল্ড ইউনাইটেডে যোগ দিয়েছেন বাংলাদেশের হামজা চৌধুরী।

ইংলিশ প্রিমিয়ার লিগে জায়গা করে নিতে চেষ্টা করছে শেফিল্ড। সেক্ষেত্রে দলটির হয়ে নিয়মিত একাদশে সুযোগ পাবেন হামজা। যেটার তার ও বাংলাদেশের জন্য সুখবরই বটে।

আরো পড়ুন:

এর আগে ২০২২-২৩ মৌসুমেও একবার ধারে খেলেছিলেন হামজা। সেবার তার পারফরম্যান্স মনে ধরেছিল শেফিল্ডের কোচ ক্রিস উইল্ডারের। তাইতো এবার হামজাকে প্রশংসায় ভাসাতে কার্পণ্য করেননি তিনি।

শেফিল্ডে যোগ দেওয়া বিষয়ে হামজা বলেছেন, ‘‘শেফিল্ড ইউনাইটেডে যোগ দিতে পেরে আমি আনন্দিত। গেল কয়েক সপ্তাহ ধরেই আমাদের মধ্যে আলাপ-আলোচনা হচ্ছিল। এখন আমি দলটির হয়ে অবদান রাখতে প্রস্তুত। লিগে কোন অবস্থানে আছে শেফিল্ড সেটা আমি জানি। আমি তাদের আরও বড় কিছু অর্জন করতে সহযোগিতা করতে চাই।’’

শেফিল্ড ইউনাইটেডও হামজাকে স্বাগত জানিয়েছে। তাকে বাংলাদেশের ব্লেড উল্লেখ করে ক্লাবটি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট করেছে। এমনকি একটি ভিডিও শেয়ার করেছে। সেখানে বাংলাদেশের পতাকাও দেখান হয়েছে।

চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে বর্তমানে শেফিল্ড রয়েছে দ্বিতীয় স্থানে। শীর্ষে আছে লিডস ইউনাইটেড। ইংলিশ ফুটবলের নিয়ম অনুযায়ী পয়েন্ট টেবিলের শীর্ষ দুটি দল ইংলিশ প্রিমিয়ার লিগে উন্নীত হবে।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়