ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ক্রিকেটারদের চেক বাউন্স, ম‌্যানেজার বললেন, ‘আমি এখনও পাইনি টাকা’

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:০১, ২৮ জানুয়ারি ২০২৫   আপডেট: ১৯:১১, ২৮ জানুয়ারি ২০২৫
ক্রিকেটারদের চেক বাউন্স, ম‌্যানেজার বললেন, ‘আমি এখনও পাইনি টাকা’

চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) রাউন্ড রবিন লিগের ১২ ম্যাচ শেষে ১২ পয়েন্ট নিয়ে প্লে’অফের অপেক্ষায় আছে দুর্বার রাজশাহী। তবে এখন পর্যন্ত দলটির ক্রিকেটারদের পাওনা নিয়ে জটিলতা কাটেনি। দ্বিতীয়বারের মতো বাউন্স করেছে চেক।

তবে মঙ্গলবার (২৮ জানুয়ারি) সংবাদমাধ্যমের মুখোমুখি হন রাজশাহীর ম্যানেজার মেহরাব হোসেন অপি। দ্বিতীয়বারে মতো চেক বাউন্সের প্রশ্নের উত্তর দিতে গিয়ে অপি জানান তিনি নিজেও টাকা বুঝে পাননি এখনো। 

আরো পড়ুন:

অপি বলেন, ‘‘গেম ডেভেলপমেন্টের মিটিং ছিল। তাই সকালেই আমি চলে এসেছি। ঘটনাটা কী, আমার জানা নেই। টিম হোটেলে গিয়ে কথা হলে আমি জানতে পারব। কোনো ক্রিকেটার আমাকে এখনও পর্যন্ত কিছু জানায়নি। যেহেতু তারা কিছু বলেনি, তাই এখন মন্তব্য করতে চাই না।"

‘‘আমি এখনও পাইনি টাকা। মালিকপক্ষ আমাকে একটা তারিখ দিয়েছে। সেই দিনের অপেক্ষায় আছি। তবে অন্যান্য ক্রিকেটার বা বাকিদের ২৫ শতাংশ দেওয়া হয়েছে। গত পরশু আরও ২৫ শতাংশ অর্থের চেক দেওয়া হয়েছে।’’ যোগ করেন অপি।

গত পরশু দেয়া ২৫ শতাংশের চেক বাউন্স করেছে আজ। রাজশাহীর একজন ক্রিকেটার রাইজিংবিডিকে বলেছেন, ‘‘আমরা আজকেও টাকা তুলতে পারিনি। এটা আমাদের জন্য হতাশার।’’

এদিকে আজ ফ্র্যাঞ্চাইজি মালিকদের সাথে বৈঠকে বসেছে বিসিবি। রাজশাহীর বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা এখন পর্যন্ত নেয়নি ক্রিকেট বোর্ড।

ঢাকা/রিয়াদ/আমিনুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়