ফিলিপস ঝড়ে পাকিস্তানকে উড়িয়ে চ্যাম্পিয়নস ট্রফির প্রস্তুতি সারল কিউইরা

হারিয়ে যাওয়া ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ ৬ বছর পরে আলোর মুখ দেখেছে পাকিস্তানের কল্যাণে। চ্যাম্পিয়নস ট্রফির আয়োজক পাকিস্তানই এই তিন জাতির সিরিজ আয়োজন করেছে। সেখানে প্রথম ম্যাচেই স্বাগতিকরা মুখোমুখি হয় নিউজিল্যান্ডের। শনিবার (৮ ফেব্রুয়ারি, ২০২৫) এই ম্যাচে পাকিস্তানকে বিশাল ব্যবধানে হারিয়ে দিয়েছে কিউইরা।
লাহরে গ্লেন ফিলিপসের ঝড়ো শতকে ৬ উইকেটে ৩৩০ রান বিশাল পুঁজি পায় নিউজিল্যান্ড। রান তাড়ায় নেমে ২৫২ রানে অলআউট হয়ে যায় পাকিস্তান। ফলে ৭৮ রানে বড় জয় নিয়ে চ্যাম্পিয়নস ট্রফির প্রস্তুতি দারুণভাবে শুরু করেছে কিউইরা।
গাদ্দাফি স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন কিউই কাপ্তান মিচেল স্যান্টনার। শুরুটা অবশ্য মন মতো হয়নি সফরকারীদের। শাহিন শাহ আফ্রিদির প্রথম ওভারের ফেরেন উইল ইয়াং। আরেক প্রতিশ্রুতিশীল ওপেনার রাচিন রবীন্দ্রের ১৯ বলে ২৫ রানের ছোট ক্যামিও থামিয়ে দেন আবরার আহমেদ।
তবে তৃতীয় উইকেটে কেন উইলিয়ামস আর ড্যারিল মিচেলের ১১২ বলে ৯৫ রানের জুটি নিউজিল্যান্ডের ইনিংস মেরামত করে দেয়। উইলিয়ামস ৫৮ আর মিচেল করেন ৮১ রান। তবে কিউইদের বড় রানটা আসে মূলত শেষ ৬ ওভারের ঝড়ে। এই ৩৬ বলে ৯৮ রান তোলে তারা। যার মূল কৃতিত্ব ক্যারিয়ারের প্রথম শতরান করা ফিলিপসের। ৭২ বলে সেঞ্চুরি পূরণ করেন এই বোলং অলরাউন্ডার। শেষ পর্যন্ত ৬ চার এবং ৭ ছক্কায় ৭৪ বলে ১০৬ রানে অপরাজিত থাকেন ফিলিপস। পাকিস্তানের হয়ে শাহিন ৩টি আর আবরার ২টি করে উইকেট শিকার করেন।
পাহাড়সম ৩৩১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ফখর জামানের কল্যাণে ভালো সূচনা পায় পাকিস্তান। তবে আরেক প্রান্তে বাবর আজম ২৩ বলে ১০ রান করে বিদায় নেন। উদ্বোধনী জুটি থেকে আসে ৫২ রান। তিনে নামা কামরান গুলামও কচ্ছপ গতিতে ৩২ বলে ১৮ রান করে সাজঘরে ফেরেন। হতাশ করেছেন কাপ্তান মোহাম্মদ রিজওয়ানও।
তবে আরেক প্রান্তে উড়তে থাকা ফখর যখন ৬৯ বলে ৮৪ রানের চোখধাঁধানো ইনিংস খেলে থামেন।পাকিস্তানের দলীয় সংগ্রহ তখন ১১৯ রান। এই ওপেনারকে ফেরান প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান ফিলিপস। এরপর আগা সালমান ছাড়া আর কোন স্বাগতিক ব্যাটসম্যান প্রতিরোধই গড়তে পারেননি। তৈয়ব তাহির আউট হয়েছেন ২৯ বলে ৩০ রান করে। সালমানের সংগ্রহ ছিল ৫১ বলে ৪০ রান। নিউজিল্যান্ডের বিপক্ষে বোলিংয়ের সময় পায়ে আঘাত পেয়ে মাঠ ছাড়েন হারিস রউফ। এই পেসার ব্যাটিংয়ে নামতে না পারায় ৪৭.৫ ওভারে ২৫২ রানে থামে পাকিস্তান।
নিউজিল্যান্ডের হয়ে ৩টি করে উইকেট শিকার করেছেন ম্যাট হেনরি ও কাপ্তান স্যান্টনার। ২ উইকেট তোলেন মাইকেল ব্রেসওয়েল। ম্যাচসেরা ফিলিপস।
সিরিজের দ্বিতীয় ম্যাচে সোমবার (১০ ফেব্রুয়ারি, ২০২৫) মুখোমুখি হবে নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা।
ঢাকা/নাভিদ