ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

চ্যাম্পিয়নস ট্রফির এবারের আসরে খেলা হচ্ছে না যে তারকাদের

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২৩:০১, ১২ ফেব্রুয়ারি ২০২৫   আপডেট: ২৩:৩৪, ১২ ফেব্রুয়ারি ২০২৫
চ্যাম্পিয়নস ট্রফির এবারের আসরে খেলা হচ্ছে না যে তারকাদের

আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির সবশেষ আসর বসেছিল ২০১৭ সালে। পরবর্তী আসর ২০২১ সালে হওয়ার কথা থাকলেও হয়নি। তার পরিবর্তে হয়েছিল টি-টোয়েন্টি বিশ্বকাপ। দীর্ঘ ৮ বছর পর আবার মাঠে গড়াতে যাচ্ছে চ্যাম্পিয়নস ট্রফি। যেখানে র‌্যাংকিংয়ে শীর্ষে থাকা আটটি দল লড়বে শ্রেষ্ঠত্বের লড়াই। চ্যাম্পিয়নস ট্রফির মতো আইসিসি ইভেন্টে খেলার স্বপ্ন দেখেন প্রত্যেক তারকাই। কিন্তু দুর্ভাগ্যকে সঙ্গী করে ইনজুরির কারণে মর্যাদার এই আসরে খেলা হচ্ছে না বেশ কিছু তারকা ক্রিকেটারদের। তাদের নিয়েই এই আয়োজন।

আফগানিস্তান:
দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশের বিপক্ষের সিরিজে আলো ছড়িয়েছিলেন আফগানিস্তানের রহস্যময় স্পিনার আল্লাহ মোহাম্মদ গজনফার। তাকে ধরা হচ্ছিল চ্যাম্পিয়নস ট্রফিতে আফগানদের ট্রাম্প কার্ড। কিন্তু ডিসেম্বরে জিম্বাবুয়ে সফরে ইনজুরিতে পড়ে চ্যাম্পিয়নস ট্রফি থেকে ছিটকে গেলেন তিনি।

আরো পড়ুন:

অস্ট্রেলিয়া:
চ্যাম্পিয়নস ট্রফির আগে ইনজুরি সমস্যায় সবচেয়ে বেশি বিপাকে পড়েছে অস্ট্রেলিয়া। তারা এ পর্যন্ত সবচেয়ে বেশি সংখ্যক তারকা ক্রিকেটার হারিয়েছেন। সেই তালিকায় প্যাট কামিন্স, জশ হ্যাজলউডের মতো তারকারা আছেন। এছাড়া ব্যক্তিগত কারণে মিচেল স্টার্ক, ওয়ানডে থেকে হঠাৎ অবসর নিয়ে মার্কাস স্টয়েনিস ও পিঠের ইনজুরিতে নেই মিচেল মার্শের মতো তারকা।

ইংল্যান্ড:
ইনজুরিতে ইংল্যান্ডও তাদের একজনকে পাচ্ছে না চ্যাম্পিয়নস ট্রফিতে। আর তিনি হলেন তরুণ তুর্কি জ্যাকব বেথেল। চলমান ভারত সফরে হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েন তিনি। আর সেই ইনজুরি তাকে ছিটকে দিলো চ্যাম্পিয়নস ট্রফি থেকে।

ভারত:
আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে ভারতের পেস বোলিং আক্রমণে নেতৃত্ব দেওয়ার কথা ছিল জাসপ্রিত বুমরাহর। বিশ্বসেরা এই পেসার ভারতের জন্য ট্রাম্প কার্ড হতে পারতেন। কিন্তু অস্ট্রেলিয়া সফরে পিঠের ইনজুরিতে পড়ে ছিটকে গেছেন তিনি। তার জন্য শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করেছে ভারত। আজ বুধবার (১২ ফেব্রুয়ারি, ২০২৫) তাকে চ্যাম্পিয়নস ট্রফির দল থেকে বাদ দেয় নির্বাচকরা।

নিউ জিল্যান্ড:
অস্ট্রেলিয়ার পর দ্বিতীয় সর্বোচ্চ খেলোয়াড় ইনজুরিতে পড়েছে নিউ জিল্যান্ডের। তবে তাদের আশা এখনও ছেড়ে দেয়নি কিইউরা। আইএল টি-টোয়েন্টিতে হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েন তারকা পেসার লোকি ফার্গুসন। এরপর শনিবার (০৮ ফেব্রুয়ারি, ২০২৫) ক্যাচ ধরতে গিয়ে কপাল কেটে ইনজুরিতে পড়েন তারকা অলরাউন্ডার রাচীন রবীন্দ্র। এরপর তিনি ত্রিদেশীয় সিরিজের দ্বিতীয় ম্যাচেও খেলতে পারেননি। তার জন্য শুক্রবার পর্যন্ত অপেক্ষা করবে ব্ল্যাক ক্যাপসরা।

পাকিস্তান:
আয়োজক পাকিস্তানও শেষ মুহূর্তে ইনজুরির ধাক্কা খেয়েছে। তাদের পেসার হারিস রউফ চলমান ত্রিদেশীয় সিরিজে সাইড স্ট্রেইনের ইনজুরিতে পড়েছেন। তিনি আছেন ফিটনেস সংকটে। তার পরিবর্তে ত্রিদেশীয় সিরিজের দ্বিতীয় ম্যাচে খুশদীল শাহকে নেওয়া হয় দলে। শেষ পর্যন্ত ফিটনেস পরীক্ষায় উতরে গিয়ে চ্যাম্পিয়নস ট্রফির দলে থাকতে পারেন কিনা হারিস সেটাই দেখার বিষয়।

দক্ষিণ আফ্রিকা:
দক্ষিণ আফ্রিকা দলেও ইনজুরি সমস্যা রয়েছে। ইনজুরির কারণে তারা চ্যাম্পিয়নস ট্রফির দলে পায়নি তারকা পেসার অ্যানরিখ নরকিয়াকে। তার পরিবর্তে তারা দলে নেয় জেরাল্ড কোয়েৎজেকে। কিন্তু তিনিও পরে গ্রোইন ইনজুরিতে পড়েন।

ঢাকা/আমিনুল

সর্বশেষ

পাঠকপ্রিয়