ঢাকা     বুধবার   ২৬ মার্চ ২০২৫ ||  চৈত্র ১৩ ১৪৩১

ছেলের সঙ্গে জাতীয় দলে খেলতে চান নবী, এখনই অবসর নয়

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:০২, ১৭ ফেব্রুয়ারি ২০২৫   আপডেট: ২১:০৩, ১৭ ফেব্রুয়ারি ২০২৫
ছেলের সঙ্গে জাতীয় দলে খেলতে চান নবী, এখনই অবসর নয়

ছেলে হাসান ইসাখীল ও মোহাম্মদ নবী

মোহাম্মদ নবীর বয়স ৪০ পেরিয়ে গেছে। তার বয়সের পিছু নিয়ে ছেলেও হাজির হয়েছে জাতীয় দলের দরজায়। তাইতো মোহাম্মদ নবী এখনই অবসর নিতে চান না। পিতা-পুত্র একসঙ্গে জাতীয় দলে খেলে তবেই অবসরে যেতে চান।

যদিও তিনি গেল বছর বলেছিলেন ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফিতে খেলে অবসরে যাবেন। তবে এখন তিনি নতুন করে ভাবতে শুরু করেছেন ভবিষ্যত নিয়ে।

নবী বলেন, ‘‘এগুলো আমার ক্যারিয়ারের শেষ ওয়ানডে হচ্ছে না। আমি হয়তো সামনে কম কম ওয়ানডে খেলব। যাতে তরুণরা বেশি বেশি সুযোগ পায় এবং অভিজ্ঞতা অর্জন করতে পারে। ইতোমধ্যে আমি এ বিষয়ে সিনিয়র খেলোয়াড়দের সঙ্গে আলোচনাও করেছি। উচ্চ পর্যায়ের ক্রিকেটে আমি খেলতেও পারি, আবার নাও খেলতে পারি। দেখা যাক। সেটা অবশ্য আমার ফিটনেসের ওপর নির্ভর করবে।’’

আরো পড়ুন:

নবীর ১৮ বছর বয়সী ছেলে হাসান ইসাখীল গেল বছর অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে আফগানিস্তানের হয়ে খেলেছেন। তাইতো নবী এখন স্বপ্ন দেখছেন পিতা-পুত্র একসঙ্গে জাতীয় দলে খেলার, ‘‘এটা আমার স্বপ্ন। আশা করছি সেটা আমরা পূরণ করতে পারব। সে খুব ভালো করছে। সে খুবই কঠোর পরিশ্রমী এবং আমি তাকে আরও পরিশ্রম করতে অনুপ্রাণিত করি।’’

‘‘আমি চাই সে তার নিজের লক্ষ্য নির্ধারণ করুক। যদি আপনি সর্বোচ্চ পর্যায়ের ক্রিকেটে খেলতে চান তাহলে আপনাকে কঠোর পরিশ্রম করতেই হবে। এখন কেবল ৫০ কিংবা ৬০ করা যথেষ্ট নয়, আপনাকে ১০০ উর্ধ্ব রানের ইনিংস খেলতে হবে। সে আমার কথা শুনে এবং নিজেকে এগিয়ে নিতে কাজ করে। যখন সে আমার সঙ্গে কথা বলে তখন আমি চেষ্টা করি তাকে উপদেশ দিতে। যাতে সে আত্মবিশ্বাস খুঁজে পায়।’’

এবারের চ্যাম্পিয়নস ট্রফিতে আফগানিস্তান রয়েছে ‘বি’ গ্রুপে। যেখানে তাদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। এবারই প্রথম আফগানিস্তান আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে খেলতে যাচ্ছে। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে তারা সেরা ছয়ে থেকে চ্যাম্পিয়নস ট্রফিতে খেলার সুযোগ করে নেয়। শুধু তাই নয়, ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপেও তারা সেমিফাইনাল খেলেছিল। এবারের চ্যাম্পিয়নস ট্রফিতেও তাদের নিয়ে অনেক ক্রিকেটবোদ্ধা আশাবাদী হয়ে উঠেছেন।

আগামী ২১ ফেব্রুয়ারি করাচিতে প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে আফগানিস্তান। এরপর ২৬ ও ২৮ ফেব্রুয়ারি লাহোরে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলবে তারা।

ঢাকা/আমিনুল


সর্বশেষ

পাঠকপ্রিয়