ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

চ্যাম্পিয়নস ট্রফিতে না খেলা প্যাট কামিন্স খেলবেন আইপিএলে

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:০৬, ২১ ফেব্রুয়ারি ২০২৫  
চ্যাম্পিয়নস ট্রফিতে না খেলা প্যাট কামিন্স খেলবেন আইপিএলে

ইনজুরির কারণে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে খেলছেন না অস্ট্রেলিয়ার নিয়মিত অধিনায়ক প্যাট কামিন্স। বর্তমানে তিনি পরিবারের সাথে আছেন এবং ইনজুরি থেকে সেরে উঠছেন। শিগগিরই ফিটনেস ট্রেনিং শুরু করবেন।

এমন সময় আজ শুক্রবার (২১ ফেব্রুয়ারি, ২০২৫) অজি অধিনায়ক জানিয়েছেন, তিনি আইপিএল দিয়ে মাঠে ফিরবেন। আইপিএল শেষ করে খেলবেন ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে। এ বিষয়ে কামিন্স বলেছেন, ‘‘দারুণ একটা মাস কাটতেছে। পরিবারকে পুরোপুরি সময় দিচ্ছি। যেখানে অনুশীলন কিংবা আসন্ন কোনো সফরের তাড়া নেই। এভাবে পরিবারের সঙ্গে সময় কাটানোটা আসলেই বিশেষ কিছু।  আগামী সপ্তাহ থেকে বোলিং শুরু করব। ফিটনেস ট্রেনিং শুরু করব। আইপিএলের জন্য প্রস্তুত হব।’’

আরো পড়ুন:

কামিন্সকে অবশ্য চ্যাম্পিয়নস ট্রফির প্রাথমিক দলে রাখা হয়েছিল। কিন্তু ভারতের বিপক্ষের বোর্ডার-গাভাস্কার ট্রফির শেষ দিকে হাঁটুর ইনজুরিতে পড়েন তিনি। যে সিরিজ ৩-১ ব্যবধানে জিতে নেয় অস্ট্রেলিয়া। জানুয়ারিতে শেষ পর্যন্ত প্রাথমিক দল থেকে কামিন্সকে বাদ দিতে হয় ইনজুরির কারণে। চ্যাম্পিয়নস ট্রফিতে খেলতে না পারলেও কামিন্স আইপিএলে শক্তিশালী হয়ে ফিরতে চান। তার ফ্র্যাঞ্চাইজি সানরাইজার্স হায়দরাবাদের হয়ে অবদান রাখতে চান। যারা তাকে দলে নিয়েছে ১৮ কোটি রূপিতে।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়