কামিন্সের চ্যাম্পিয়নস ট্রফি শেষ , অজি শিবির টালমাটাল

চ্যাম্পিয়নস ট্রফির আগেই অস্ট্রেলিয়ান শিবিরে একের পর এক ধাক্কা। চোটের কারণে অজিদের ঘোষিত স্কোয়াড থেকে আগেই ছিটকে গিয়েছেন অলরাউন্ডারে মিচেল মার্শ। এবার সেই দলে যোগ দিলেন অধিনায়ক প্যাট কামিন্স। এখানেই শেষ নয় স্কোয়াডে থাকা আরেক পেসার জশ হ্যাজেলউডের সেরে ওঠা নিয়েও শঙ্কা আছে। সবকিছু মিলিয়ে বেশ টানাপোড়নে আছে অস্ট্রেলিয়া।
অস্ট্রেলিয়ার কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড জানিয়েছেন, কামিন্স এখনও কোনো ধরনের বোলিংই শুরু করতে পারেননি। তাই অজিদের সবেশেষ বিশ্বকাপজয়ী এই অধিনায়কের চ্যাম্পিয়নস ট্রফিতে খেলার সম্ভাবনা শূন্যের কোঠায়। এদিকে অজি কোচ আরও যোগ করেন, স্টিভেন স্মিথ কিংবা ট্রাভিস হেডের মধ্যে একজন আসন্ন চ্যাম্পিয়নস ট্রফিতে নেতৃত্ব দেবেন অস্ট্রেলিয়াকে।
শ্রীলঙ্কায় দুই ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বুধবারই দেশ ছাড়ার কথা অস্ট্রেলিয়ার ওয়ানডে ক্রিকেটারদের। কিন্তু কলম্বোর পথে সেই ফ্লাইটে থাকছেন না কামিন্স। এসইএন রেডিওকে কোচ ম্যাকডোনাল্ড জানান, “প্যাট কামিন্স এখনও কোনো ধরনের বোলিং শুরু করতে পারেনি। তার খেলার সম্ভাবনা তাই অত্যন্ত কম। এর মানে হলো, আমাদের একজন অধিনায়ক প্রয়োজন।”
অজি কোচ এরপরই নিশ্চিত করেছেন, স্মিথ কিংবা হেডের মধ্যে একজন চ্যাম্পিয়নস ট্রফিতে নেতৃত্ব দেবেন অস্ট্রেলিয়াকে, “চ্যাম্পিয়নস ট্রফির জন্য পরিকল্পনা তৈরির সময় দেশে প্যাটির (কামিন্স) সঙ্গে আলোচনা করার পর স্মিথ এবং হেডের নাম সামনে এসেছে। নেতৃত্বের জন্য তাদের দুজনের দিকেই আমারা তাকাব।”
ম্যাকডোনাল্ড আরও যোগ করেন, “তাদের দুজনের নাম আসলে নিশ্চিতভাবে আসার কথা। স্টিভ এখানে (শ্রীলঙ্কার বিপক্ষে) প্রথম টেস্ট ম্যাচে অসাধারণভাবে নেতৃত্ব দিয়েছে। ক্যারিয়ারজুড়ে ওয়ানডেতে আগেও বেশ ভালো কাজ করেছে সে। সুতরাং, তাদের দুজনের মধ্যে একজনকেই অধিনায়ক হিসেবে নির্বাচন করা হবে।”
বোর্ডার-গাভাস্কার সিরিজে বাড়তি বোলিং চাপ নেওয়ার কামিন্স গোড়ালির চোটে পড়েছেন। তাছাড়া, দ্বিতীয় সন্তান জন্মের সময় স্ত্রীর পাশে থাকারও ব্যাপার ছিল। সবমিলিয়ে চলতি শ্রীলঙ্কা সফরে টেস্ট সিরিজে খেলতে পারছেন না কামিন্স। তবে চোটের যা অবস্থা তাতে, ছুটি না পেলেও এই সিরিজে তার খেলা হতো না। তীব্র শঙ্কা থাকার পরও চ্যাম্পিয়নস ট্রফিতে কামিন্সকে অধিনায়ক করেই দল ঘোষণা করা হয়েছিল এই আশায় যে, হয়তো সেরে উঠবেন। তবে সেটা আর সম্ভব নয়।
কামিন্সের জন্য হতাশা প্রকাশ করে হ্যাজেলউডকে নিয়েও দুর্ভাবনার কথা জানালেন ম্যাকডোনাল্ড, “জশ হ্যাজেলউডের ব্যাপারটিও আছে, ফিট হয়ে উঠতে লড়ছে সে। আগামী দিন দুয়েকের মধ্যে মেডিকেল তথ্যগুলো আসবে, আমরা আরও ভালোভাবে বুঝতে পারব একং সবাইকে জানতে পারব যে, কোন পথে এগোচ্ছি।”
ঢাকা/নাভিদ