ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

‘যেভাবে খেলতে চেয়েছিলাম সেভাবে আমরা পারিনি’

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২৩:২৬, ২১ ফেব্রুয়ারি ২০২৫   আপডেট: ১১:৪৪, ২২ ফেব্রুয়ারি ২০২৫
‘যেভাবে খেলতে চেয়েছিলাম সেভাবে আমরা পারিনি’

বৃহস্পতিবার আফগানিস্তানের অধিনায়ক হাশমতউল্লাহ শাহিদি হুংকার দিয়ে বলেছিলেন, তারা কেবল চ্যাম্পিয়নস ট্রফিতে অংশ নিতে আসেনি। তারা শিরোপা জিততে এসেছে। কিন্তু প্রথমবার চ্যাম্পিয়নস ট্রফিতে অংশ নিতে আসা আফগানিস্তান প্রথম ম্যাচেই ধরাশায়ী হয়েছে। আজ শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাতে তাদের ১০৭ রানের ব্যবধানে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। যাদের বিপক্ষে কিছুদিন আগে সিরিজ জিতেছিল আফগানরা।

ম্যাচ শেষে আফগানিস্তানের অধিনায়ক জানিয়েছেন, তারা যেভাবে খেলতে চেয়েছিলেন সেভাবে পারেননি আজকে। তবে পরের দুই ম্যাচে ভালো খেলার আশাবাদ ব্যক্ত করেছেন তিনি।

আরো পড়ুন:

‘‘আমি মনে করি ব্যাটিংটা যথেষ্ট ভালো হয়নি আজ আমাদের। পিচ দ্বিতীয় ইনিংসে তাদের সহায়তা করেছে। তবে বোলিংয়ে আমরা ভালো করেছিলাম। কিন্তু ব্যাটিংয়ে প্রথম ২০ ওভারে ভালো করতে পারিনি।’’

‘‘টসটা গুরুত্বপূর্ণ ছিল। করাচির পিচ যেমন হয় এটা ঠিক তেমন ছিল না। তাদের বোলাররা অবশ্য ভালো বোলিং করেছে। আমাদের প্রত্যাশা ছিল ভালো খেলা। এই টুর্নামেন্টে আসার আগে আমরা অনেক ভালো খেলে এসেছি। আমাদের লড়াই করার সামর্থ আছে। কিন্তু আজ আমরা যেভাবে খেলতে চেয়েছিলাম ঠিক সেভাবে খেলতে পারিনি।’’

পরের দুই ম্যাচে ভালো করার বিষয়ে শাহিদি বলেন, ‘‘আমাদের হাতে এখনো দুই ম্যাচ রয়েছে। আজকে যা হয়েছে সেটা আমরা ভুলে যাব এবং সামনে এগিয়ে যাব। কঠিন সময়ে আজ রহমত খুব ভালো খেলেছে। এটাকে আমরা ইতিবাচক হিসেবে নিব। পরের দুই ম্যাচে ইনশাল্লাহ আমরা ভালো ক্রিকেট খেলব।’’

পরের ম্যাচে বুধবার ইংল্যান্ডের মুখোমুখি হবে আফগানিস্তান।

ঢাকা/আমিনুল

সর্বশেষ

পাঠকপ্রিয়