ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

টস জিতে ইংল্যান্ডে ব্যাটিংয়ে পাঠালেন স্মিথ 

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৫৪, ২২ ফেব্রুয়ারি ২০২৫   আপডেট: ১৫:৫৬, ২২ ফেব্রুয়ারি ২০২৫
টস জিতে ইংল্যান্ডে ব্যাটিংয়ে পাঠালেন স্মিথ 

দুপুর ৩টায় (২২ ফেব্রুয়ারি, ২০২৫) মাঠে নামছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়া-ইংল্যান্ড। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে এই মহারণের আগে চাপে আছে দুই দলই। নিজেদের শেষ ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে এই দুই ক্রিকেট পরাশক্তি।

এদিকে টস জিতে অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভ স্মিথ প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন। স্মিথের মতে, “উইকেটটি বেশ ভালো মনে হচ্ছে। অনুশীলনের সময় কিছু শিশির ছিল গতরাতে”। স্মিথ নিশ্চিত করেছেন যে ফর্মে থাকা অ্যালেক্স ক্যারি মিডল অর্ডারে খেলছেন।

আরো পড়ুন:

অস্ট্রেলিয়া একাদশে চারটি পরিবর্তন এনেছে। সবশেষ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে একাদশে থাকা জ্যাক ফ্রেজার–ম্যাগার্ক, অ্যারন হার্ডি, শন অ্যাবট ও তানভীর সাংহা বাদ পড়েছেন। এই জায়গাগুলোতে ঢুকেছেন মারনাস লাবুশেন, অ্যালেক্স ক্যারি, নাথান এলিস ও স্পেনসার জনসন।

অন্যদিকে ইংল্যান্ড সবশেষ ভারতের বিপক্ষে খেলা একাদশ থেকে টম বেন্টন, গাস এটিকসন ও সাদিক মাহমুদকে বেঞ্চে রাখা হয়েছে। এই জায়গায় মাঠে নামবেন জেমি স্মিথ, ব্রাইডন কার্স ও জোফরা আর্চার।

ইংল্যান্ডের অধিনায়ক জস বাটলার বলেছেন প্রথমে ব্যাটিংয়ে সমস্যা নেই তার। বাটলার বলেন, “ আমি টসে জিতলে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারটি ৫০-৫০ ছিল। আমরা আমাদের খেলোয়াড়দের ওপর খুবই আত্মবিশ্বাসী। মাঠে নামতে উদগ্রীব সবাই।”

অস্ট্রেলিয়া একাদশ: ট্রাভিস হেড, ম্যাট শর্ট, স্টিভেন স্মিথ (অধিনায়ক), মারনাস লাবুশেন, জশ ইংলিস (উইকেটকিপার, অ্যালেক্স ক্যারি, গ্লেন ম্যাক্সওয়েল, বেন ডোয়ারশিস, নাথান এলিস, অ্যাডাম জাম্পা ও স্পেনসার জনসন।

ইংল্যান্ড: বেন ডাকেট, ফিল সল্ট, জেমি স্মিথ (উইকেটকিপার), জো রুট, হ্যারি ব্রুক, জস বাটলার (অধিনায়ক), লিয়াম লিভিংস্টোন, ব্রাইডন কার্স, জোফরা আর্চার, আদিল রশিদ ও মার্ক উড।

ঢাকা/নাভিদ

সর্বশেষ

পাঠকপ্রিয়