ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

অস্ট্রেলিয়া-দ. আফ্রিকার ম্যাচে বৃষ্টির বাগড়া

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৫৫, ২৫ ফেব্রুয়ারি ২০২৫   আপডেট: ১৫:০৯, ২৫ ফেব্রুয়ারি ২০২৫
অস্ট্রেলিয়া-দ. আফ্রিকার ম্যাচে বৃষ্টির বাগড়া

‘বি’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। প্রথম ম্যাচে উভয় দল জয় পাওয়ায় এই ম্যাচটি সেমিফাইনালে পা রাখার উপকরণ হয়ে দাঁড়িয়েছে। আজ মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি, ২০২৫) যারা জিতবে তারাই সেমিফাইনালে পা দিয়ে রাখবে। কিন্তু গুরুত্বপূর্ণ এই ম্যাচে বাগড়া দিয়েছে বৃষ্টি। রাওয়ালপিন্ডিতে বাংলাদেশ সময় বিকেল ৩ টায় ম্যাচটি শুরু হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে এখন পর্যন্ত টসও করা যায়নি।

বৃষ্টি কম-বেশি পড়েই যাচ্ছে। মাঠের ফ্ল্যাডলাইটও জ্বালানো আছে। মাঠ কাভার দিয়ে ঢাকা আছে। কখন বৃষ্টি থামবে আর কখন ম্যাচ শুরু করা যাবে সেটা নির্দিষ্ট করে বলা যাচ্ছে না।

আরো পড়ুন:

প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকা ১০৭ রানের বড় ব্যবধানে হারায় আফগানিস্তানকে। অন্যদিকে ইংল্যান্ডের ছুড়ে দেওয়া ৩৫১ রান অনায়াসে টপকে অস্ট্রেলিয়া পায় দুর্দান্ত এক জয়। প্রোটিয়ারা ২ পয়েন্ট ও +২.১৪০ নেট রান রেট নিয়ে আছে ‘বি’ গ্রুপের পয়েন্ট টেবিলের শীর্ষে। অন্যদিকে ২ পয়েন্ট ও +০.৪৭৫ রান রেট নিয়ে অস্ট্রেলিয়া আছে দ্বিতীয় স্থানে।

ঢাকা/আমিনুল

সর্বশেষ

পাঠকপ্রিয়