ঢাকা     বৃহস্পতিবার   ১৯ জুন ২০২৫ ||  আষাঢ় ৫ ১৪৩২

বার্সেলোনার হোঁচট, রিয়ালের জয়ে পিচিচির দৌড়ে এগিয়ে এমবাপ্পে

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৩৩, ১৯ মে ২০২৫  
বার্সেলোনার হোঁচট, রিয়ালের জয়ে পিচিচির দৌড়ে এগিয়ে এমবাপ্পে

স্প্যানিশ লা লিগার চূড়ান্ত পর্বে এসে নাটক যেন পিছু ছাড়ছে না। শিরোপা আগেই নিশ্চিত হলেও বার্সেলোনা রাঙাতে চেয়েছিল নিজেদের শেষ হোম ম্যাচ জয় দিয়ে। কিন্তু দুর্দান্ত এক প্রত্যাবর্তনের গল্প লিখে সেই আনন্দ মাটি করে দিয়েছে ভিয়ারিয়াল।

ক্যাম্প ন্যুতে রোববার (১৮ মে) রাতের ম্যাচে ৩-২ গোলে হেরে গেছে বার্সেলোনা, আর সেই হারেই যেন আড়ালে পড়ে গেছে দলের শিরোপা উদযাপন। তবে বার্সার হার যতটা না কষ্টের, তার চেয়েও বড় চমক উপহার দিয়েছেন কিলিয়ান এমবাপ্পে। লা লিগা পিচিচির লড়াইয়ে আরেক ধাপ এগিয়ে গেছেন তিনি।

খেলার শুরু থেকেই আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠে বার্সা-ভিয়ারিয়ালের ম্যাচটি। চতুর্থ মিনিটেই ভিয়ারিয়ালকে এগিয়ে দেন পেরেস। তবে ঘুরে দাঁড়াতে বেশি সময় নেয়নি বার্সেলোনা। তরুণ প্রতিভা লামিনে ইয়ামাল ৩৮ মিনিটে গোল করে বার্সাকে সমতায় ফেরান। এরপর ফের্মিন লোপেসের গোলে এগিয়েও যায় দলটি।

আরো পড়ুন:

কিন্তু দ্বিতীয়ার্ধে ভিয়ারিয়াল রচনা করে নতুন চিত্রনাট্য। ৫০ মিনিটে ইয়েরেমি পিনোর চমৎকার পাস থেকে সমতা ফেরান সান্তি কোমেসানা। এরপর ৮০ মিনিটে গোল করে ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেন তাহন বুকানন। যিনি সের্হি কার্দোনার ক্রস থেকে বল পেয়ে অসাধারণ গতিময় শটে বার্সা গোলরক্ষককে পরাস্ত করেন।

এ হারের পরও ৩৭ ম্যাচে ৮৫ পয়েন্ট নিয়ে বার্সেলোনা শীর্ষে রয়েছে। অন্যদিকে ভিয়ারিয়াল ৬৭ পয়েন্ট নিয়ে পঞ্চম অবস্থানে থেকেই চ্যাম্পিয়নস লিগে খেলা নিশ্চিত করেছে।
ম্যাচ শেষে ট্রফি হাতে উদযাপন করে বার্সেলোনার খেলোয়াড়রা। কোচ হান্সি ফ্লিক উচ্ছ্বসিত কণ্ঠে জানান, “এই মৌসুমে আমরা তিনটি ট্রফি জিতেছি। লক্ষ্য থাকবে আগামী মৌসুমে ইউরোপিয়ান মঞ্চে (চ্যাম্পিয়নস লিগ) নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করা।”

এদিকে দিনের অপর ম্যাচে ৯ জনের সেভিয়াকে ২-০ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। এই ম্যাচেও নজর কাড়েন কিলিয়ান এমবাপ্পে ও জুড বেলিংহাম। ম্যাচের ১২ মিনিটেই এমবাপ্পেকে ফাউল করে লাল কার্ড দেখেন লোইক বাদে। প্রথমার্ধে একজন বাড়তি নিয়ে খেলেও গোল করতে পারেনি রিয়াল। তবে দ্বিতীয়ার্ধে দ্বিতীয় হলুদ কার্ড দেখে সেভিয়ার ইসাক রোমেরো মাঠ ছাড়লে ৯ জনে নেমে আসে দলটি।

এ সুযোগ কাজে লাগাতে ভুল করেননি এমবাপ্পে। ৭৫ মিনিটে দুর্দান্ত এক দূরপাল্লার শটে রিয়ালকে এগিয়ে নেন তিনি। এরপর ৮৭ মিনিটে গার্সিয়ার পাস থেকে বেলিংহাম নিশ্চিত করেন ২-০ ব্যবধানের জয়।

এই গোলের সুবাদে লা লিগার প্রথম মৌসুমেই ২৯ গোল করে গোলদাতার তালিকায় শীর্ষে অবস্থান নিয়েছেন এমবাপ্পে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বার্সার রবার্ট লেভানদোস্কি রয়েছেন ২৫ গোল নিয়ে। লা লিগার এবারের মৌসুমের একেবারে শেষপ্রান্তে এসে এখন সবার নজর পিচিচি পুরস্কারের দিকেই। যেখানে এমবাপ্পে নিজেকে এগিয়ে রেখেছেন সবার থেকে।

ঢাকা/আমিনুল


সর্বশেষ

পাঠকপ্রিয়