ঢাকা     সোমবার   ১৬ জুন ২০২৫ ||  আষাঢ় ২ ১৪৩২

বাবর আজমের অন্যরকম সেঞ্চুরি

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:০২, ১৯ মে ২০২৫  
বাবর আজমের অন্যরকম সেঞ্চুরি

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) রোববার (১৮ মে) রাতে লাহোর কালান্দার্সের কাছে হেরে বিদায় নিয়েছে বাবর আজমের দল পেশাওয়ার জালমি। তবে এই ম্যাচে মাঠে নামার মধ্য দিয়ে অন্যরকম এক সেঞ্চুরি করেন পেশাওয়ারের অধিনায়ক বাবর। পিএসএলের ইতিহাসে প্রথম ব্যাটসম্যান হিসেবে ১০০ ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করেন তিনি।

পিএসএলের প্রথম আসরে ইসলামাবাদ ইউনাইটেডের হয়ে অভিষেক হয়েছিল বাবরের। সেই আসরে শিরোপাও জিতেছিল তারা। এরপর তিনি করাচি কিংসে যোগ দেন। সেখানে তিনি টানা পাঁচ মৌসুম খেলেন এবং ২০২০ সালে চ্যাম্পিয়নও হন। ২০২৩ সালে বাবর যোগ দেন পেশাওয়ার জালমিতে। সেই থেকে খেলছেন ফ্র্যাঞ্চাইজিটির হয়ে।

পিএসএলে ১০০ ম্যাচ খেলে বাবর মোট ৩ হাজার ৭৯২ রান করেছেন। যা লিগের ইতিহাসে সর্বোচ্চ। তার গড় ৪৪.৯৫। দুটি সেঞ্চুরির পাশাপাশি রয়েছে ৩৬টি হাফ সেঞ্চুরি।

আরো পড়ুন:

অবশ্য নিজের শততম ম্যাচটি রাঙাতে পারেননি বাবর। সিকান্দার রাজার করা বলে ১৩ বলে ৩ বাউন্ডারিতে ১৬ রান করে আউট হন। আর তার দল ২৬ রানে হার মেনে এবারের আসর থেকে বিদায় নেয়।

পিএসএলে সবচেয়ে বেশি ম্যাচ খেলা ক্রিকেটারদের তালিকা:
১. বাবর আজম:
১০০ ম্যাচ,
২. ইমাদ ওয়াসিম: ৯৮ ম্যাচ,
৩. ফখর জামান: ৯৪ ম্যাচ,
৪. মোহাম্মদ রিজওয়ান: ৯৩ ম্যাচ,
৫. রাইলি রুশো: ৯৩ ম্যাচ।

 

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়