ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

আইপিএলের শেষ চার চূড়ান্ত: দেখে নিন প্লে-অফের সময়সূচি

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৩৮, ২৮ মে ২০২৫   আপডেট: ১৫:৫৯, ২৮ মে ২০২৫
আইপিএলের শেষ চার চূড়ান্ত: দেখে নিন প্লে-অফের সময়সূচি

আইপিএল ২০২৫-এর নাট্যশালায় গ্রুপ পর্বের পর্দা নামলেও উত্তেজনার সূর্য এখন মাত্রই উঠছে। সামনে অপেক্ষা করছে আরও নাটক, আরও বিস্ময় আর রুদ্ধশ্বাস ফাইনাল যাত্রা। গ্রুপ পর্বের উত্তেজনা শেষে এবার শুরু হতে যাচ্ছে আইপিএল ২০২৫-এর চূড়ান্ত পর্ব তথা প্লে-অফের মহারণ।

নাটকীয় সব ম্যাচ আর ব্যাট-বলের রোমাঞ্চে ভরা ছিল এবারের মৌসুম। আর শেষটা হলো ঠিক সিনেমার মতোই। শেষ ম্যাচে লক্ষ্ণৌ সুপার জায়ান্টসকে হারিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এসে প্লে-অফ নিশ্চিত করেছে কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি)।

আরো পড়ুন:

এই জয়ে এক ঢিলে দুই পাখি মারলো বেঙ্গালুরু। একদিকে নিশ্চিত করলো কোয়ালিফায়ার ১, অপরদিকে চূড়ান্ত করলো প্লে-অফের শেষ চারও। এবারের প্লে-অফে জায়গা করে নিয়েছে— পাঞ্জাব কিংস, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, গুজরাট টাইটান্স ও মুম্বাই ইন্ডিয়ান্স। চলুন দেখে নেওয়া যাক সময়সূচি।

প্লে-অফের সময়সূচি:

  • কোয়ালিফায়ার-১ (২৯ মে): পাঞ্জাব কিংস-রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (রাত ৮টা)
  • এলিমিনেটর (৩০ মে): গুজরাট টাইটান্স-মুম্বাই ইন্ডিয়ান্স (রাত ৮টা)
  • কোয়ালিফায়ার-২ (১ জুন): কোয়ালিফায়ার ১-এর পরাজিত বনাম এলিমিনেটরে জয়ী দল (রাত ৮টা)
  • ফাইনাল (৩ জুন): কোয়ালিফায়ার ১ ও ২ বিজয়ী দল (রাত ৮টা)

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়