ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

স্লোগানে স্লোগানে বিসিবিতে স্বাগত বুলবুল

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৪১, ৩০ মে ২০২৫   আপডেট: ১৭:৫৮, ৩০ মে ২০২৫
স্লোগানে স্লোগানে বিসিবিতে স্বাগত বুলবুল

সারিবদ্ধভাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সামনে আগেই স্থান নেয় সংবাদকর্মীরা। একে একে পরিচালকরা এলেও অপেক্ষা ছিল আমিনুল ইসলাম বুলবুলের। ৫টা নাগাদ তাকে বহনকারী গাড়ি বিসিবিতে ঢুকতেই শুরু হয় স্লোগান, “বুলবুল ভাইয়ের আগমন, শুভেচ্ছায় স্বাগতম।”

আগে থেকেই একদল সমর্থক বিসিবিতে অবস্থান করছিলেন। তারাই বুলবুলকে স্বাগত জানান। বুলবুল ভেতরে ঢোকার পরও তারা স্লোগানে স্লোগানে মুখরিত করেন। আজ শুক্রবার (৩০ মে) বিকেলে পরিচালনা পর্ষদের সভায় বুলবুলকে সভাপতি নির্বাচন করা হবে।

আরো পড়ুন:

ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) চাকরি ছেড়ে বিসিবিতে এসেছেন বুলবুল। জাতীয় ক্রীড়া পরিষদের প্রতিনিধি হয়ে বুলবুল বিসিবিতে আসেন। প্রথম কাউন্সিলর, তারপর তাকে এনএসসি পরিচালক হিসেবে বিসিবিতে মনোনীত করা হয়।

এর আগে ফারুক আহমেদের মনোনয়ন বাতিল করে জাতীয় ক্রীড়া পরিষদ। তাতে জাতীয় দলের সাবেক অধিনায়ক বিসিবি সভাপতি পদের দায়িত্ব হারান। সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জাতীয় ক্রীড়া পরিষদ বিষয়টি নিশ্চিত করেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, “বাংলাদেশ ক্রিকেট বোর্ড এর গঠনতন্ত্রের অনুচ্ছেদ: ১৩.২ (খ) ৪) মোতাবেক জাতীয় ক্রীড়া পরিষদ-এর ১৯/০৮/২০২৪ তারিখের, ৩৪.০৩.০০০০.০০৪.০৩.০২৯-৩০৭৮ সংখ্যক স্মারক মূলে ইতঃপূর্বে মনোনীত পরিচালক জনাব ফারুক আহমেদ এর বিরুদ্ধে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ০৮ জন পরিচালক (বর্তমানে সংখ্যাগরিষ্ঠ) অনাস্থা প্রস্তাব দাখিল করায় এবং বিপিএল সংক্রান্তে গঠিত সত্যানুসন্ধান কমিটির প্রতিবেদন পর্যালোচনায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কার্যক্রম স্বাভাবিক রাখার প্রয়োজনে জনাব ফারুক আহমেদ এর অনুকূলে জাতীয় ক্রীড়া পরিষদের ইতঃপূর্বের মনোনয়ন বাতিল করা হলো।”

ঢাকা/রিয়াদ/আমিনুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়